
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh) চোটের কারণে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে মঙ্গলবার হওয়া অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে ম্য়াচে খেলেতে পারেননি মার্শ। যদিও ওই ম্যাচে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে ৮৮ রানে জিতেছে অস্ট্রেলিয়া (Australia)। এবং সিরিজের বাকি দুটো ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না। তবে জানা গিয়েছে, চোট নিয়েই দেশে না ফিরে গিয়ে মার্শ আসছেন ভারতে। এ দেশেই হবে তাঁর রিহ্যাব প্রক্রিয়া। আজ বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এমনটাই। আর এই খবর স্বাভাবিকভাবেই স্বস্তি ফেরাল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে।
এ বারের মেগা নিলামে ৬ কোটি টাকা দিয়ে অজি তারকা অলরাউন্ডার মিচেলকে কিনেছে ঋষভ পন্থের দিল্লি। পাক সফর শেষ করেই আইপিএলে যুক্ত অজি ক্রিকেটারদের তাঁদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে না খেলে ভারতে আসছেন মার্শ। এবং যা খবর তাতে তিনি রিহ্যাব করবেন দিল্লি শিবিরেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “মার্শ ভারতে আসতে চলেছেন। দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ওখানে তিনি অস্ট্রেলিয়ার এবং বর্তমানে নিউ সাউথ ওয়েলসের ফিজিওথেরাপিস্ট প্যাট ফারহার্টের তত্ত্বাবধানে থাকবেন নির্ভৃতবাস কাটানোর পর।” মার্শ গত বছর টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার। ফলে তাঁর পারফরম্যান্সের ওপর বাজি রেখেছিল দিল্লি।
তবে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন মার্শ। তিনি বলেন, “চোট নিয়ে সফর করা ও নিভৃতবাস ছাড়াই আমি রিহ্যাব করার দিকে মনোনিবেশ করতে চেয়েছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে খেলতে না পারায় খারাপ লাগছে। তবে আমি আশা করছি পরের সিরিজে আমি আবার অস্ট্রেলিয়া দলে থাকতে পারব।’’
দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: পৃথ্বী শ, অনরিখ নর্টজে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, কেএস ভরত, মনদীপ সিং, খলিল আহমেদ, চেতন সাকারিয়া , ললিত যাদব, রিপল প্যাটেল, যশ ধুল, রোভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুনগি এনগিডি, টিম সেইফার্ট, ভিকি ওস্টওয়াল।
আরও পড়ুন: IPL 2022: দল হারলেও কোচ মুডির থেকে প্রশংসা কুড়োলেন সুন্দর
আরও পড়ুন: IPL 2022: কেকেআরের কোন প্লেয়ারের সঙ্গে রোহিতের তুলনা করলেন নাইটদের সহকারী কোচ?