IPL 2022: হোলির আমেজে রঙিন পন্থের দিল্লি থেকে পান্ডিয়ার গুজরাত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 18, 2022 | 5:36 PM

Holi 2022: রঙের উৎসবে মেতে উঠেছেন আইপিএলের ১০ দলের প্লেয়াররা।

IPL 2022: হোলির আমেজে রঙিন পন্থের দিল্লি থেকে পান্ডিয়ার গুজরাত
IPL 2022: হোলির আমেজে রঙিন পন্থের দিল্লি থেকে পান্ডিয়ার গুজরাত

Follow Us

নয়াদিল্লি: হোলি হ্যায় ভাই হোলি হ্যায়… বুরা না মানো হোলি হ্যায়… হোলির (Holi 2022) আমেজে মেতে উঠেছে আসন্ন আইপিএলের (IPL) ১০টি দল। ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস থেকে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স… প্রতিটা দলের প্লেয়াররা হোলিতে শুভেচ্ছাবার্তা জানিয়েদের দলের শুভাকাঙ্খীদের। করোনার কারণে, সকল দলের প্রত্যেক প্লেয়ার একসঙ্গে হোলি উদযাপন না করতে পারলেও, খুশিতে মেতে উঠতে কোনও ত্রুটি রাখেননি। আইপিএলের জন্য নিজ নিজ দলের সঙ্গে যোগ দেওয়ার পর টিম হোটেলে প্রত্যেক প্লেয়ারকে তিনদিন করে বাধ্যতামূলক কোয়ারান্টিন কাটাতে হচ্ছে। ফলে কোয়ারান্টিনে হোটেল রুমে বন্দি থেকেও যে রঙের উৎসবে ভেসে যাওয়া যায়, তারই প্রমাণ দিলেন একাধিক ক্রিকেটার।

ঋষভ পন্থের আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা জমিয়ে খেললেন হোলি। দিল্লির টুইটারে তুলে ধরা হল সেই ভিডিও। ক্যাপশনে লেখা হয়েছে, “সতরঙ্গি ইয়ারি, রঙ-বিরঙ্গি হোলি। আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে হোলির শুভেচ্ছা।”

দেখুন আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্স কেমন কাটাল রঙের উৎসব –

গুজরাতের তরফ থেকে ভিডিওবার্তাতেও দলের শুভাকাঙ্খীদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক-শুভমন থেকে ঋদ্ধি-সামিরা। দেখুন ভিডিও —

প্রীতির দল পঞ্জাব কিংস জমিয়ে হোলি কাটিয়েছে টিম হোটেলে। দেখে নিন পঞ্জাবের শেরদের কাটানো হোলির কিছু মুহূর্ত —

হোলি উপলক্ষে পঞ্জাবের টুইটারে তাদের নতুন ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়ালের ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। দেখে নিন সেগুলি —

‘ইয়ে হোলি… কোয়ারান্টিন ওয়ালি’… সঞ্জু স্যামসনের দল রাজস্থান রয়্যালসের তরফে হোলি উপলক্ষ্যে ভিডিওবার্তা শেয়ার করা হয়েছে। দেখে নিন পিঙ্ক আর্মির ভিডিও…

পাঁচবারের আইপিএল জয়ী দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা হোলির শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুম্বইপ্রেমীদের।

এ বারের আইপিএলের আর এক নতুন দল লখনউ সুপার জায়ান্টসের প্লেয়াররাও টিম হোটেলে সেলিব্রেট করলেন হোলি উৎসব। দেখুন ছবি —

নাইট শিবিরও মেতেছে রঙের উৎসবে। দেখুন কেকেআরের হোলি উদযাপনের কিছু ছবি ..

‘হাওয়ার ছড়িয়ে যাক হলুদ রঙ’… মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের তরফে টুইটারে হোলির শুভেচ্ছাবার্তায় তুলে ধরা হল এমনটাই —

আরসিবি পরিবারের পক্ষ থেকেও হোলির শুভেচ্ছা জানানো হয়েছে।

অরেঞ্জ আর্মির তরফ থেকেও হোলির শুভেচ্ছা জানানো হয়েছে টুইটারে।

আরও পড়ুন: IPL 2022: ‘কেকেআর ওয়ালি হোলি’… টিম হোটেলে রঙের উৎসবে মাতলেন নাইটরা, দেখুন ছবি

আরও পড়ুন: Holi 2022: রঙের উৎসবে ক্রীড়াবিদদের শুভেচ্ছাবার্তায় ভাসল সোশ্যাল মিডিয়া

আরও পড়ুন: IPL 2022: আইপিএল থেকে ছিটকে গেলেন আর এক ইংলিশ ক্রিকেটার

Next Article
IPL 2022: আইপিএল থেকে ছিটকে গেলেন আর এক ইংলিশ ক্রিকেটার
Pakistan vs Australia: নিরাপত্তার কারণে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের স্থান বদল