কেরল: যে শান্তাকুমারান শ্রীসন্থের (Sreesanth) কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল আইপিএলে, সেই তাঁকে পেতেই ঝাঁপাচ্ছে আইপিএলের ৩টি ফ্র্যাঞ্চাইজি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ৮ বছর আগে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডের জেরে সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন শ্রীসন্থ। ভারতের বিশ্বকাপজয়ী পেস বোলার নিন্দিত হয়েছিলেন সর্বত্র। অবশেষে আদালতের নির্দেশে নির্বাসন ওঠে শ্রীসন্থের। ক্রিকেটে ফিরে আসার সবুজ সংকেতও পান কেরলের ক্রিকেটার।
আরও পড়ুন: ম্যাকগ্রা-হ্যাডলির রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন
৮ বছর পর মুস্তাক আলি টি-টোয়েন্টিতে ট্রফিতে কেরলের হয়ে প্রত্যাবর্তন হয়েছে শ্রীসন্থের। ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। বল হাতে খুব বেশি উইকেট না পেলেও ছন্দেই ছিলেন। তাঁর বোলিং দেখে অন্তত মনে হয়নি, আট বছর ক্রিকেটে ছিলেন না তিনি। সেই শ্রীসন্থ কি এ বার আইপিএলের দুনিয়াতেও ঢুকে পড়বেন? আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির ভাবনায় রয়েছেন তিনি। যা জানা যাচ্ছে, কিংস ইলেভেন পঞ্জাব, চেন্নাই সুপার কিংসের পাশাপাশি রাজস্থান রয়্যালস চাইছে শ্রীসন্থকে। ২০১৩ সালে এই রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময়ই স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হন তিনি।
আরও পড়ুন: কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সাইনা, বলছেন বিমল
আদালতের নির্দেশ তাঁর উপর থেকে নির্বাসন উঠে যাওয়ার পর থেকেই বাইশ গজে নেমে পড়েন শ্রীসন্থ। একটা সময় একাই অনুশীলন করতেন তিনি। ওজনও ঝরিয়ে নেটে ফের ধারাল হয়ে উঠেছেন ডান হাতি পেসার। এক সময় ভারতীয় টিমে নিয়মিত মুখ ছিলেন তিনি। আবার ভারতীয় টিমে ফিরে আসার স্বপ্ন দেখছেন শ্রীসন্থ। আইপিএলে যদি সুযোগ পান, তা হলে নিজেকে আরও একবার প্রমাণ করতে পারবেন।
আইপিএলে ৪৪ ম্যাচ খেলে ৪০ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। তবে আট বছর আগের শ্রীসন্থের বয়স এখন ৩৭। সেটা মাথায় রেখেই নিজেকে ফিট রাখার জন্য চেষ্টা চালাচ্ছেন শ্রীসন্থ। ২০২১ আইপিএলে শ্রীসন্থ যদি ফিরে আসেন, সেটা হবে তাঁর পুণর্জন্ম।
আরও পড়ুন: ছয় তরুণ ক্রিকেটারকে গাড়ি উপহার