
আবু ধাবি: আইপিএলের (IPL) ৫২তম ম্যাচে আজ মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও কেন উইলিয়ামসের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। প্লে-অফের টিকিট পাকা বিরাটদের অন্যদিকে খালে হাতে ফেরা নিশ্চিত হয়ে গেছে অরেঞ্জ আর্মির।। রয়্যাল চ্যালেঞ্জার্স ছাড়াও ইতিমধ্যেই প্লে অফের জায়গা পাকা করে ফেলেছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস। ম্যাচ জিতলে প্রথম দুয়ে থাকতে পারে বিরাটের দল। সেই লক্ষ্য নিয়েই আজকের ম্যাচে মাঠে নামবে আরসিবি। অন্য দিকে হায়দরাবাদের দলের কাছে সম্মান রক্ষার লড়াই।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি কবে হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি (৬ অক্টোবর) আজ, বুধবার হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি কোথায় হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি আবু ধাবিতে হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের লাইভ স্ট্রিমিং?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন : IPL 2021: রাজস্থানকে উড়িয়ে কলকাতার চাপ বাড়াল মুম্বই ইন্ডিয়ান্স
আরও পড়ুন : IPL 2021: গ্যালারিতে বসেই প্রার্থনা ধোনিকন্যার