IPL 2021: গ্যালারিতে বসেই প্রার্থনা ধোনিকন্যার
চেন্নাই সুপার কিংস (CSK)-দিল্লি ক্যাপিটালস (DC) উপভোগ্য ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। ডোয়েন ব্র্যাভোর শেষ ওভারে চার মেরে ম্যাচ জেতান রাবাদা। ৩ উইকেটে জিতে আইপিএলের (IPL) পয়েন্ট টেবিলে মগডালে উঠে পড়েছেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা।

দুবাই: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ম্যাচ হারল চেন্নাই সুপার কিংস। তবে সিএসকে ম্যাচ হারলেও যাবতীয় নজর কাড়লেন একজনই। তিনি জীবা ধোনি (Ziva Dhoni)। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) মেয়ে। গ্যালারিতে বসেই বাবার জন্য প্রার্থনা ধোনিকন্যার। মুহূর্তের মধ্যে ভাইরাল যে ভিডিও।
দিল্লি ক্যাপিটালস ব্যাটিং করার সময় ১৭ ওভারের মাথায় টিভি স্ক্রিনে দেখা যায় ধোনিকন্যাকে। মায়ের কোলে বসে হাত জোড় করে প্রার্থনা করছেন জীবা। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) প্রথমে ব্যাটিং করে ১৩৭ রান করেন। ১৭ ওভারে দিল্লির স্কোর ছিল ৬ উইকেটে ১০৯। জয়ের জন্য তখন ৩ ওভারে ২৮ প্রয়োজন ছিল দিল্লি ক্যাপিটালসের। ক্রিজে শিমরন হেটমায়ার আর অক্ষর প্যাটেল। সিএসকের জয়ের জন্য গ্যালারি থেকে প্রার্থনা করছিলেন জীবা। মুহূর্তেই তা লেন্সবন্দি।
জন্মের পর থেকেই সিএসকের (CSK) সংসারে সঙ্গী ছোট্ট জীবা। চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁরও আবেগ এখন জড়িয়ে গিয়েছে। এর আগে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমেও বাবার সঙ্গে দেখা যেত তাঁকে। জাতীয় দল থেকে ধোনি অবসর নিলেও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। আর বাবার সঙ্গে আইপিএলে সিএসকের সংসারে ঢুকে পড়েছেন জীবা।
চেন্নাই সুপার কিংস-দিল্লি ক্যাপিটালস উপভোগ্য ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। ডোয়েন ব্র্যাভোর শেষ ওভারে চার মেরে ম্যাচ জেতান রাবাদা। ৩ উইকেটে জিতে আইপিএলের পয়েন্ট টেবিলে মগডালে উঠে পড়েছেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা। ১৩ ম্যাচে দিল্লির সংগ্রহ ২০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সিএসকের সংগ্রহ ১৮ পয়েন্ট। প্রথম দুইয়ে থাকা নিশ্চিত শ্রেয়সদের। শেষ ম্যাচ জিতে প্লে অফের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লক্ষ্য ঋষভদের।
আরও পড়ুন : IPL 2021: টেনিস বলে খেপের মাঠ থেকে আইপিএলের মঞ্চে উমরন
