মুম্বই: দিল্লি ক্যাপিটালসের হয়ে যখন অভিষেক হয়েছিল তাঁর, তখনই প্রশংসা আদায় করে নিয়েছিলেন। তরুণ অধিনায়ক হিসেবে টিমকে টেনেওছিলেন। ট্রফি জিততে না পারলেও নেতা হিসেবে যে ভবিষ্যৎ রয়েছে তাঁর, মেনে নিয়েছিল ক্রিকেট দুনিয়া। সেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এখন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ক্যাপ্টেন। শুরুর কয়েকটা ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন, তাঁর নেতৃত্বে ট্রফি জেতার স্বপ্ন দেখতে পারেন কেকেআর ভক্তরা। রোহিত শর্মার পর ভারতীয় টিমের ক্যাপ্টেন কে হবেন, তা নিয়ে নানা জনে নানা কথা বলছেন। তবে, লড়াই যে মূলত তিন জনের, তা নিয়েও কোনও দ্বিমত নেই। লোকেশ রাহুল, ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার। রাহুলের নেতৃত্বে লখনউ সুপার জায়েন্ট দারুণ পারফর্ম করছে। নাইটদের কাছে হারলেও পন্থের দিল্লিও খুব একটা পিছিয়ে নেই। কেকেআরকে পথ দেখাচ্ছেন নেতা শ্রেয়স। তাঁকে আবার দারুণ শংসাপত্র দিলেন ভারতের প্রাক্তন কোচ।
শ্রেয়সে মুগ্ধতা প্রকাশ করছেন কে? তিনি ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বলেছেন, ‘নেতৃত্ব শ্রেয়সের কাছে খুব স্বাভাবিক একটা জিনিস। ওর নেতৃত্বের আগ্রাসন দেখলে কেউ বুঝতেই পারবে না যে, এই প্রথম কেকেআরের ক্যাপ্টেন্সি করছে। যেন ৩-৪ বছর ধরে ওই এই টিমটার ক্যাপ্টেন। ওর ভাবনার গভীরতার কারণেই এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। আসলে, ক্রিকেট সম্পর্কে ওর মনোভাব খুব পরিষ্কার। ব্যাটার হিসেবে ও নিজের সেরাটা দিতে চায় সব সময়। সেই সঙ্গে খুব ভালো করে জানে, নেতা হিসেবে টিমে ওর কী ভূমিকা। টিমকে প্লে-অফে নিয়ে গিয়ে চ্যাম্পিয়ন করার স্বপ্ন সেই কারণেই দেখছে। শ্রেয়স যে ভাবে ম্যাচের আগে ও পরে নিজের ভাবনা পরিষ্কার দেয়, তাতে মনে হয় ও অনেক দূর যাবে।’
পর পর দুটো ম্যাচ হারলেও শ্রেয়সের কলকাতা যে প্রবল ভাবে ফিরবে, দৃঢ় বিশ্বাস ইয়ান বিশপের মতো প্রাক্তনের। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার বলছেন, ‘পর পর দুটো ম্য়াচ হারের পরও শ্রেয়সের পক্ষে ওর টিমকে আবার পুরনো জায়গা ফিরিয়ে আনা সম্ভব। ও যখন দিল্লির ক্যাপ্টেন হয়েছিল, তার পর থেকে কিন্তু প্রতি মরসুমে টিমটা ক্রমশ উন্নতি করেছিল। কেকেআরেও ওর মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে হয়তো। আন্দ্রে রাসেল, সুনীল নারিনের মতো দু’জন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে ওর হাতে। কোচ ব্র্যান্ডন ম্যাকালামকে পাশে পাচ্ছে। আর সেই কারণেই আমার মনে হয়, শ্রেয়স ওর টিমকে ঠিক সাফল্য দেবে।’