চেন্নাই: যত দিন তিনি ছিলেন, ভারতীয় টিমের বোলারদের মুখে শোনা যেত, উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আছেন তো! তিনিই বোলারদের টিপস দেন, কোন ব্যাটারের বিরুদ্ধে কেমন বোলিং করা উচিত। ধোনির মস্তিষ্ক ধার করেই দিনের পর দিন সাফল্য পেয়েছেন যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদবরা। বিরাট কোহলি ক্যাপ্টেন হওয়ার পরও বলা হত, ধোনিই তাঁর অর্ধেক কাজ করে দেন। আর তাই খোলা মনে খেলতে পারেন বিরাট। নেতৃত্বের চাপ কখনও ব্যাটিংয়ে পড়েনি। এই “ধোনি আছে তো’ কথা আবার শোনা যাচ্ছে। আর কেউ নন, চেন্নাই সুপার কিংসের নতুন ক্যাপ্টেন রবীন্দ্র জাডেজা (Ravinder Jadeja) বলছেন এই কথা। ধোনি যা করেন, চমকে দিয়েই করেন। বৃহস্পতিবারও তার অন্যথা হল না। আইপিএলের (IPL) দু’দিন আগে হঠাৎ করে নেতৃত্ব ছেড়ে দিলেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মের সিএসকে-কে তৈরি করে দিয়ে যেতে চান তিনি। সেই কারণেই ক্যাপ্টেন্সি ছাড়া। ধোনির মসনদে এ বার দেখা যাবে জাডেজাকে।
? First reactions from the Man himself!#ThalaivanIrukindran ?? @imjadeja pic.twitter.com/OqPVIN3utS
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2022
ধোনি নেতৃত্ব ছাড়তে পারেন, ক’দিন ধরেই বলা হচ্ছিল এই কথা। মাহির বিকল্প হিসেবে উঠে এসেছিল জাডেজারই নাম। প্রত্যাশা মতো তিনিই হলেন নতুন নেতা। আর তারপর জাডেজা বলে দিলেন, ‘ক্যাপ্টেন হয়ে দারুণ অনুভূতি হচ্ছে। একই সঙ্গে কিন্তু এমন একজনের জায়গায় দায়িত্ব নিতে চলেছে, যার প্রচুর অবদান। সিএসকের হয়ে মাহি ভাইয়ের প্রচুর অবদান। সেটাই আমাকে এগিয়ে নিতে যেতে হবে। তবে একটা ব্যাপার নিয়ে আমি খুব বেশি চিন্তায় নেই। মাহি ভাই কিন্তু থাকবে উইকেটের পিছনে। ম্যাচ চলাকালীন যদি আমার মনে কোনও প্রশ্ন জন্ম নেয়, তার উত্তর খোঁজার জন্য ওর কাছেই যেতে পারব।’
চেন্নাইয়ের হয়ে সিনিয়র পর্যায়ে এই প্রথম নেতৃত্ব দেবেন জাডেজা। এর আগে জুনিয়র পর্যায়ে ক্যাপ্টেনের ভূমিকা পালন করেছেন। ২০০৭ সালে ভিনু মানকড় টুর্নামেন্টে অনূর্ধ্ব ১৯ সৌরাষ্ট্র টিমকে নেতৃত্ব দিয়েছেন। ৩৩ বছরের অলরাউন্ডার এই প্রথম বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন। প্রথম ম্যাচেই কেকেআরের বিরুদ্ধে খেলতে হবে। জাডেজা কখনও ক্যাপ্টেন্সি না করলেও ধোনির পাশে থেকেই ক্রিকেট বুদ্ধিতে শান দিচ্ছেন দীর্ঘদিন ধরে। ওই স্টাইলটাই যে তিনি তুলে ধরার চেষ্টা করবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। একই সঙ্গে দারুণ ছন্দে রয়েছে জাডেজা। টেস্টে সেঞ্চুরি করেছেন। বিশ্বের সেরা অলরাউন্ডার এই মুহূর্তে। আইপিএলে নতুন ইনিংস শুরু করতে চান জাডেজা।
একই সঙ্গে নতুন নেতা জাডেজা বলছেন, ‘মাহি ভাইকে বরাবর আমি পাশে পেয়েছি। ও ছিল। আজও আছে। আর সেই কারণেই আমি কোনও চিন্তা করছি না। শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ মাহি ভাইকে। এ ভাবেঅই আমাদের পাশে থেকো।’
আরও পড়ুন : IPL 2022: ধোনিযুগের ইতি, জাড্ডু জমানা শুরু, কী বলছে প্রাক্তন ক্রিকেটার থেকে নেটনাগরিকরা?