IPL 2022: ধোনিযুগের ইতি, জাড্ডু জমানা শুরু, কী বলছে প্রাক্তন ক্রিকেটার থেকে নেটনাগরিকরা?

MS Dhoni: আন্তর্জাতিক ক্রিকেটকে যেদিন মাহি বিদায় জানিয়েছিলেন, সে দিন যেমন তাঁকে নিয়ে চর্চা থামছিলই না, আজও ঠিক চেন্নাইয়ের 'থালা' যখন অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন, তখনও তাঁকে নিয়ে আলোচনা থামছে না।

IPL 2022: ধোনিযুগের ইতি, জাড্ডু জমানা শুরু, কী বলছে প্রাক্তন ক্রিকেটার থেকে নেটনাগরিকরা?
মহেন্দ্র সিং ধোনি। ছবি: টুইটারImage Credit source: IPL Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 24, 2022 | 7:31 PM

নয়াদিল্লি: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নতুন নেতা রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। আজ, বৃহস্পতিবার সিএসকের তরফ থেকে জানানো হয়েছে, চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি ছাড়লেন ধোনি। জাড্ডুর হাতে আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি  (MS Dhoni)। গোটা বিশ্বজুড়ে অগণিত ভক্ত রয়েছে ধোনির। আন্তর্জাতিক ক্রিকেটকে যেদিন মাহি বিদায় জানিয়েছিলেন, সে দিন যেমন তাঁকে নিয়ে চর্চা থামছিলই না, আজও ঠিক চেন্নাইয়ের ‘থালা’ যখন অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন, তখনও তাঁকে নিয়ে আলোচনা থামছে না। সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রে ক্যাপ্টেন কুল। টুইটারে রীতিমতো ট্রেন্ডিং #MSDhoni, #EndOfAnEra। সত্যিই তাই, আইপিএলে (IPL 2022) চেন্নাইয়ের হয়ে আর যতদিনই না খেলুন মাহি, একটা যুগের অবসান যে ঘটল তা তো বাস্তব।

নেটদুনিয়ায় ধোনিপ্রেমী থেকে শুরু করে ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার মাইকেল ভন, সিএসকের প্রাক্তন সদস্য ও মাহির খুব কাছের বন্ধু সুরেশ রায়নারা ধোনির এই সিদ্ধান্ত নিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। এবং চেন্নাই সুপার কিংস এক বিবৃতিতে জানিয়েছে, ধোনি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বার চেন্নাইয়ের নেতা রবীন্দ্র জাডেজা। ২০১২ সাল থেকে টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে রয়েছেন জাডেজা। ধোনি নেতৃত্ব ছেড়েছেন ঠিকই, প্লেয়ার হিসেবে আইপিএলে খেলা চালিয়ে যাবেন।

ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর টুইটারে বাহুবলি ২ সিনেমার একটি দৃশ্য শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, অমরেন্দ্র বাহুবলি তার সিংহাসন ছেড়ে সাধারণ জনগনেক সঙ্গে বসবাস করতে যাচ্ছেন। ধোনিকে বাহুবলির অমরেন্দ্রর সঙ্গে তুলনা করেছেন ওয়াসিম। ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। এতদিন শুধু আইপিএলে খেলতেন। সিএসকের ক্যাপ্টেন্সিটাও ছেড়ে দিলেন এ বার। ধীরে ধীরে হয়তো এ বার অবসরের পথে পা বাড়াতে চলেছেন মাহি, তার একটা ইঙ্গিত দিয়ে রাখলেন।

ভারতের ও চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না টুইটারে লিখেছেন, “আমার ভাইয়ের জন্য একেবারে রোমাঞ্চিত অনুভব করছি। আমরা দুজনেই বড় হয়েছি এমন একটি ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নেওয়ার জন্য আমি এর চেয়ে ভালো কাউকে ভাবতে পারি না। শুভকামনা রইল রবীন্দ্র জাডেজা। এটা একটি উত্তেজক মুহূর্ত এবং আমি নিশ্চিত যে তুমি সমস্ত প্রত্যাশা পূরণ করবে এবং ভালোবেসে কাজ করবে।”

ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেন, “ধোনি অধিনায়কত্বের ব্যাটন ছেড়ে দেওয়ার খবরটা বড় (আসলে ও তো সিএসকের একজন)। তবে ও যেমন মানুষ, তাতে আমি পুরোপুরি অবাক হইনি। আমার মনেও হয় না যে ও সব ম্যাচেও খেলবে। (ম্যাচের পর ওই দুর্দান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো মিস করব)।”

একইসঙ্গে তিনি আরও বলেন, “আমরা খুব সাধারণ ক্ষেত্রে ‘একটি যুগের শেষ’ কথাটা ব্যবহার করে থাকি। কিন্তু মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি সত্যিই তাঁর ও চেন্নাই সমর্থকদের কাছে একটি যুগের অবসান। সমর্থকদের সঙ্গে ধোনি এমন সম্পর্ক তৈরি করেছিলেন, যা অন্য সব প্লেয়ারদের মধ্যে হাতে গোনা কয়েকজনেরই আছে।”

অন্যদিকে মাইকেল ভন চেন্নাইয়ের নতুন নেতা হিসেবে জাডেজাকে মেনে নিতে পারছেন না। ধোনির জুতোতে যে পা গলালেন জাড্ডু ব্য়াপারটা হজম করতে বাঁধছে টুইটারে লেখেন, “মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে রকস্টার রবীন্দ্র জাডেজার জায়গায় অন্য কোনও প্লেয়ার ভালো বিকল্প হতে পারত।”

টুইটারেত্তিরাও ধোনিকে নিয়ে নিজেদের মনের ভাব তুলে ধরেছেন। কেউ যেমন লিখেছেন, “লোকজন ভেবেছিলেন যে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব করছেন না, এই বিষয়টা মেনে নেওয়াটা কঠিন হবে। কিন্তু এটা ভাবতেও পারছি না যে যখন চেন্নাই সুপার কিংসের খেলা হবে, তখন টস করতে আসবেন না মহেন্দ্র সিং ধোনি।”

এক টুইটারেত্তি গত মরসুমে মাহির আইপিএল ট্রফি হাতে তোলার ভিডিও পোস্ট করে লিখেছে, “একটা যুগের অবসান।”

আরও পড়ুন: IPL 2022: ভিসা জট কাটিয়ে ভারতে আসছেন সিএসকের যোদ্ধা মইন

আরও পড়ুন: MS Dhoni: চেন্নাই সুপার কিংসে ক্যাপ্টেন ধোনির সেরা ৫ ইনিংস

কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?
কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
Arijit Singh: "আমি খারাপ...", কেন এমন হাহাকার অরিজিতের কণ্ঠে?
Arijit Singh:
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,"আমার ছেলে-মেয়েকে..."
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,