IPL 2022: ভিসা জটিলতা কাটিয়ে ভারতে আসছেন সিএসকের যোদ্ধা
আইপিএলের (IPL) নতুন মরসুমে নতুন ক্যাপ্টেনের দেখানো পথে হাঁটার আগে সুখবর চেন্নাই শিবিরে।
নয়াদিল্লি: ধামাকাদার বৃহস্পতিবার। আজই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। নেতৃত্বের ব্যাটন মাহি তুলে দিয়েছেন তাঁর যোগ্য উত্তরসূরির হাতে। সিএসকের (CSK) নতুন নেতা রবীন্দ্র জাডেজা। আইপিএলের (IPL) নতুন মরসুমে নতুন ক্যাপ্টেনের দেখানো পথে হাঁটার আগে সুখবর চেন্নাই শিবিরে। ভিসা জট কাটিয়ে ভারতে আসতে চলেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি (Moeen Ali)। ইংলিশ তারকা ক্রিকেটাররের বাবা মুনির আলি জানান, গতকাল ভারতে আসার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়ে গিয়েছেন মইন। এবং তিনি ভারতে আসার জন্য তৈরি। এরপরই মইন আলির বাবার জানানো খবরে সিলমোহর দেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।
ভিসা জট কাটিয়ে ভারতের বিমান ধরলেও, মইনকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাবে না চেন্নাই। সিএসকের সিইও বলেন, “মইন ভিসা পেয়ে গিয়েছে। এবং মুম্বইয়ে সন্ধ্য়েবেলায় পৌঁছে যাবে ও। তিন দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিন কাটানোর পর দ্বিতীয় ম্যাচ থেকে ওকে পাওয়া যাবে।”
মইনের ভিসা জট কেটে যাওয়ায় স্বস্তি ফিরল ইয়েলোব্রিগেডে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মইন ভারতে আসার জন্য ভিসার আবেদন করেছিলেন। প্রায়শই ভারতে মইনের যাওয়া আসা থাকলেও, তাঁর ভিসার আবেদন মঞ্জুর হচ্ছিল না। সিএসকে সিইও জানিয়েছিলেন, বিসিসিআই এই ব্যাপারে চেন্নাইয়ের এই তারকা ক্রিকেটারকে সাহায্য করছে। ফলে, ভিসা সমস্যা মিটিয়ে ভারতে আসতে চলেছেন মইন। এ বারের মেগা নিলামের আগে সিএসকের রিটেইন করা প্লেয়ারের তালিকায় ছিলেন, মইন আলি।
আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ৪ ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল সিএসকে। নিলামশেষে ২৫ জনের দল গড়েছে চেন্নাই।
সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।
আরও পড়ুন: MS Dhoni: চেন্নাই সুপার কিংসে ক্যাপ্টেন ধোনির সেরা ৫ ইনিংস
আরও পড়ুন: ICC Women’s World Cup 2022: মিতালির ভারতের সেমিফাইনালে ওঠার রাস্তা আরও জটিল
আরও পড়ুন: IPL 2022: কলকাতা-চেন্নাই ম্যাচের আগেই জঙ্গি নাশকতার ছক আইপিএলে