IPL 2022: হঠাৎ কেন আইয়ারের নিন্দা করলেন নাইটদের সহকারী কোচ?

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Mar 28, 2022 | 8:18 PM

মাঠের বাইরে যে রকম, মাঠের ভেতরেও সে রকম বিন্দাস মুডে কেকেআর। ক্যামেরা হাতে ঘুরে বেড়ালেন ভেঙ্কটেশ আইয়ার।

IPL 2022: হঠাৎ কেন আইয়ারের নিন্দা করলেন নাইটদের সহকারী কোচ?
অভিষেক নায়ার। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: মিশন চেন্নাই শেষ করে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) নজরে এ বার মিশন বেঙ্গালোর। বুধবার ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের আরসিবির বিরুদ্ধে মাঠে নামবেন শ্রেয়স আইয়ার (Shreyash Iyer)। বেঙ্গালোরের বিরুদ্ধে কেকেআরের রেকর্ড প্রশংসনীয় হলেও আরসিবিকে (RCB) হালকা চোখে দেখছে না কেকেআর। চেন্নাইয়ের বিরুদ্ধে দলের বোলিং বিভাগ দুরন্ত সাফল্য পেয়েছে। ব্যাটিং বিভাগও ভালো ছাপ রেখে গিয়েছে। বেঙ্গালোর ভাবনা নাইট শিবিরে ঢুকে পড়লেও, ক্রিকেটারদের মানসিক ভাবে হালকাই রাখছে টিম ম্যানেজমেন্ট। পুল সেশনে বেশ খানিকক্ষণ সময় কাটালেন শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলরা। হাসি, ঠাট্টা, মজায় সময় কাটাতে দেখা যায় নাইট ক্রিকেটারদের। চলে একে অপরকে জলে চোবানোর পালাও। নাইট রাইডার্সের এই ছবি দেখে একটাই কথা বলা যায়, হ্যাপি ফ্যামিলি।

 

মাঠের বাইরে যে রকম, মাঠের ভেতরেও সে রকম বিন্দাস মুডে কেকেআর। ক্যামেরা হাতে ঘুরে বেড়ালেন ভেঙ্কটেশ আইয়ার। সহকারী কোচ অভিষেক নায়ারের ছবি তুললেন ভেঙ্কি। তবে কেকেআরের অলরাউন্ডারের ফটোগ্রাফি স্কিলের মোটেই প্রশংসা করলেন না নাইট রাইডার্সের সহকারী কোচ।

 

 

 

ভেঙ্কটেশের তোলা ছবি দেখে অভিষেক নিন্দার সুরে বলেন, ‘এত খারাপ ছবি তুলতে আমি আমার জীবনে কখনও কাউকে দেখিনি। এ রকম বাজে ছবি কে তোলে ভাই?’ ভেঙ্কটেশের পাল্টা অজুহাত, ‘ডিভাইসটা হয়তো খারাপ হবে স্যার।’

 

 

 

পুরোটাই চলে আড্ডার মেজাজে। এই ভিডিও দেখলেই বোঝা যায়, একেবারে ফুরফুরে মেজাজে রয়েছে নাইটদের শিবির। আইপিএলের প্রথম ম্যাচে রান পাননি ভেঙ্কটেশ আইয়ার। তবে বেঙ্গালোরের বিরুদ্ধেই ঘুরে দাঁড়াতে মরিয়া নাইট অলরাউন্ডার।

 

 

আরও পড়ুন: IPL 2022: আইপিএলকে কেন বিশ্বের সেরা লিগ বলছেন পাক তারকা?

Next Article