IPL 2022: দেশের আর্থিক সঙ্কটে ক্রিকেটাররা কি করে আইপিএল খেলছেন, প্রশ্ন তুলে দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি?

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Apr 13, 2022 | 9:30 AM

দেশ যখন চরম আর্থিক সঙ্কটে রীতিমতো ডুবে রয়েছে, তখন শ্রীলঙ্কান ক্রিকেটাররা কি করে আইপিএল খেলছেন? দেশের সরকারের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন নাকি তাঁরা? প্রশ্ন তুলে দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার। কী বলছেন তিনি?

IPL 2022: দেশের আর্থিক সঙ্কটে ক্রিকেটাররা কি করে আইপিএল খেলছেন, প্রশ্ন তুলে দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি?
Economin Crisis in Sri Lanka: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ বিশ্বকাপজয়ী অধিনায়ক

Follow Us

কলম্বো: দেশ যখন আর্থিক সঙ্কটে জেরবার, তখন ক্রিকেটাররা কি করে আইপিএল (IPL 2022) খেলছেন, সেটাই বুঝতে পারছেন না বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্যাপ্টেন। জটিল পরিস্থিতিতে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা বন্ধ রেখে শ্রীলঙ্কান (Sri Lanka) ক্রিকেটারদের উচিত ফিরে গিয়ে দেশবাসীদের পাশে দাঁড়ানো। এমনই মনে করছে প্রাক্তন ক্রিকেটার ও মন্ত্রী অর্জুন রণতুঙ্গা (Arjuna Ranatunga)। প্রতিবারই আইপিএলে একঝাঁক শ্রীলঙ্কান ক্রিকেটার খেলেন। এ বারও তাই খেলছেন। শুধু তাই নয়, মুথাইয়া মুরলীধরন, মাহেলা জয়বর্ধনে, কুমারা সঙ্গকারা, লাসিখথ মালিঙ্গারা কোচিংয়ের সঙ্গে যুক্ত। কেউ মুম্বই, কেউ রাজস্থান কিংবা হায়দরাবাদের কোচিং স্টাফ। রণতুঙ্গার মন্তব্য শুনে পাল্টা কেউ কিছু বলছেন না ঠিকই, তবে আইপিএলের মাঝ পথে তাঁরা দেশে ফিরে যাবেন কী করে, সেটাও একটা প্রশ্ন। শ্রীলঙ্কা কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে। তীব্র অর্থ সঙ্কটে পড়েছেন ওই দেশের মানুষজন। খাবার নেই, ওষুধ নেই। সারা দেশে কার্যত হাহাকার চলছে। ভারতের মতো দেশকে পাশে চাইছেন ওই দেশের অসংখ্য মানুষ। তার মধ্যেই ক্রিকেটাররা যাঁরা আইপিএল খেলছেন, তাঁদের নিয়ে নতুন বিতর্ক।

রণতুঙ্গা বলছেন, ‘আমি সত্যিই বুঝতে পারছি না, দেশের যখন এই হাল, তখন আমাদেরই কিছু ছেলে হইহই করে আইপিএল খেলছে। তারা একবারও দেশের কথা বলছে না। এটা খুব দুর্ভাগ্যের যে, সরকারের বিরুদ্ধে কথা বলতে ওরা ভয় পাচ্ছে। এই ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডের অধীনে খেলেছে। যে বোর্ড চালায় সরকার। ওরা নিজেদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে। কিছু তরুণ ক্রিকেটার কিন্তু সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে, তাকে সমর্থন জানিয়েছে। যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন কিন্তু কাউকে কাউকে সামনে এসে দাঁড়াতে হয়। সে কী করে, তা না ভেবেই মুখ খুলতে হয়।’

সারা দেশ যখন প্রতিবাদে সামিল, তখন রণতুঙ্গার মতো প্রাক্তন ক্রিকেটার কেন অংশ নিচ্ছেন না? রাজনীতির সঙ্গে জড়িয়ে আছেন বলেই কি? এই প্রশ্নও উঠছে। তার উত্তরও দিচ্ছেন রণতুঙ্গা। ‘লোকে আমাকে জিজ্ঞেস করছে, কেন আমি প্রতিবাদে সামিল হইনি। ১৯ বছর ধরে আমি রাজনীতির সঙ্গে জড়িয়ে। এটা রাজনৈতিক ইস্যু নয়। সেই কারণেই আমি জড়াইনি। কোনও রাজনৈতিক পার্টি বা রাজনীতিক কিন্তু এই প্রতিবাদে সামিল হয়নি। যে কোনও দেশের জনতাই সবচেয়ে বড় শক্তি। তারাই যখন জড়িয়ে, তখন কিন্তু আর কাউকে দরকার পড়ে না।’

 

আরও পড়ুন : Rafael Nadal: বার্সেলোনা ওপেন থেকে সরলেন নাদাল

Next Article