AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: দুটি গ্রুপে ভাগ ১০টি দল, নতুন ফরম্যাটে আইপিএল

বায়ো বাবলের মধ্যেই হবে এবারের আইপিএল। টুর্নামেন্ট শুরু হবে ২৬ মার্চ। ফাইনাল হবে ২৯ মে। এখন দুটি বিষয় বাকি, এক লিগের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা এবং দ্বিতীয় প্লে-অফ পর্বের খেলা কোথায় হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

IPL 2022: দুটি গ্রুপে ভাগ ১০টি দল, নতুন ফরম্যাটে আইপিএল
এই ট্রফির জন্যই লড়াইয়ে নামতে তৈরি ১০টি দল। Pics Courtesy: Twitter
| Edited By: | Updated on: Feb 25, 2022 | 6:28 PM
Share

মুম্বই: চলতি বছর থেকে আইপিএল (IPL 2022) হবে নতুন ফরম্যাটে। ১০টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন। করোনার জন্য গোটা লিগ পর্যায়টা হবে মহারাষ্ট্রে (Maharashtra)। তাই এতদিনের ফরম্যাট ভেঙে নতুন ভাবে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত গভর্নিং কাউন্সিলের। প্লে-অফ পর্বের খেলা হবে মুম্বইয়ের তিনটি মাঠ ও পুণেতে। মুম্বইয়ের ওয়াংখেড়ের (Wankhede Stadium) পাশাপাশি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রেবোর্ন স্টেডিয়াম ও ডিওয়াই পাটিল স্টেডিয়াম। পুণেতে খেলা হবে এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ওয়াংখেড়েতে হবে ২০টি ম্যাচ। ডিওয়াই পাটিল স্টেডিয়ামও ২০ টি ম্যাচ আয়োজন করবে। ব্রেবোর্ণ স্টেডিয়াম ও পুণের এমসিও ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে ১৫টি করে ম্যাচ। গ্রুপ পর্বে মোট ৭০টি ম্যাচ খেলবে দলগুলি। গ্রুপ পর্ব নিয়ে সিদ্ধান্ত হলেও এখনও প্লে-অফ পর্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইপিএল গভর্নিং কাউন্সিল। দলগুলিও সমন ভাবে ম্যাচ খেলবে চারটি মাঠে। ওয়াংখেড়ে ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ৪টি করে ম্যাচ খেলবে দলগুলি। ব্রেবোর্ণ স্টেডিয়াম ও পুণেতে প্রত্যেকটি দল খেলবে তিনটি করে ম্যাচ। গ্রুপ পর্বে মোট ১৪টি করে ম্যাচ খেলবে দলগুলি।

১০টি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রু A-তে আছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়েন্টস। গ্রুপ B-তে আছে, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স। নিজের গ্রুপে থাকা দল ও অন্য গ্রুপের একটি দলের বিরুদ্ধে ২টি করে ম্যাচ খেলবে দল গুলি। অন্য গ্রুপের বাকি দলগুলির সঙ্গে ১টি করে ম্যাচ খেলবে সংশ্লিষ্ট দল। আইপিএল চ্যাম্পিয়ন হওয়া ও ফাইনাল খেলার নিরিখে দলগুলিকে দেওয়া হয়েছে র‍্যাঙ্কিং। সেই র‍্যাঙ্কিং অনুযায়ী ঠিক করা হয়েছে অন্য গ্রুপে থাকা কোন দলের বিরুদ্ধে ২টি ম্যাচ খেলবে সংশ্লিষ্ট দল। যেমন ধরে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ A-তে আছে কেকেআর। গতাদের র‍্যাঙ্কিং তিন। চার নম্বরে আছে লিগের অরেঞ্জ আর্মি সানরাইজার্স হায়দরাবাদ। তাই নিজের গ্রুপের দল গুলির পাশাপাশি গ্রিুপ B-র সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২টি ম্যাচ খেলবে কেকেআর।

বায়ো বাবলের মধ্যেই হবে এবারের আইপিএল। টুর্নামেন্ট শুরু হবে ২৬ মার্চ। ফাইনাল হবে ২৯ মে। করোনা সংক্রমণ থেকে টুর্নামেন্টকে বাঁচাতে একটি রাজ্যের চারটি মাঠকে টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। মুম্বই ও পুণের মধ্যে দুরত্ব খুব বেশি নয়। এই দুই শহরের মধ্যে যাতায়াতের জন্য বিমান ব্যবহারের প্রয়োজন নেই। এখন দুটি বিষয় বাকি, এক লিগের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা এবং দ্বিতীয় প্লে-অফ পর্বের খেলা কোথায় হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

আরও পড়ুন : MS Dhoni: থালাইভার হাত দিয়ে নতুন অবতারে ধোনি