MS Dhoni: থালাইভার হাত দিয়ে নতুন অবতারে ধোনি
অথর্বের উন্মোচনের পর উচ্ছ্বসিত ধোনি বলেন, 'অথর্ব- এই প্রোজেক্টের অংশ হতে পেরে বেশ ভালো লাগছে। অন্যরকম অনুভূতি। অন্যরকম এক প্রোজেক্টের অংশ হয়েছি আমি। এই ধরণের প্রোজেক্ট যারা বানিয়েছে তাদেরও কুর্নিশ। রজনী স্যারও প্রোজেক্টের সঙ্গে যুক্ত টিমকে অভিবাদন জানিয়েছে। এই বইয়ের প্রথম কপি ওনার হাত দিয়ে উন্মোচন হওয়ায় আরও ভালো লাগছে।'
চেন্নাই: নতুন রূপে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। প্রথমে দেখলে বোঝাই যাবে না। একেবারে অন্য আঙ্গিকে তুলে ধরা হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। মহেন্দ্র সিং ধোনির গ্রাফিক নোভেল অথর্বের আত্মপ্রকাশ। আর সেই নতুন ঘরানার বই উন্মোচন করলেন অভিনেতা রজনীকান্ত (Rajnikanth)। থালা ধোনির নতুন লুক আত্মপ্রকাশ হল থালাইভার হাত দিয়ে। ধোনির এই নতুন লুক আত্মপ্রকাশ হয়ওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তামিলনাড়ুতে ধোনির জনপ্রিয়তা বিশাল। আইপিএলের প্রথম সংস্করণ থেকেই চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) খেলছেন মাহি। তাই তাঁকে ঘিরে সেখানে জনপ্রিয়তা তুঙ্গে হওয়াটাই স্বাভাবিক। ধোনিকে নতুন অবতারে দেখে তাঁর ফ্যানরা মুগ্ধ হয়ে গিয়েছেন। এই গ্রাফিক নোভেলে এমএসকে সুপারহিরো হিসেবে তুলে ধরা হয়েছে।
নতুন গ্রাফিক নোভেলে ৪০ বছরের ধোনিকে দেখা গিয়েছে লম্বা চুলে। অথর্বের উন্মোচনের পর উচ্ছ্বসিত ধোনি বলেন, ‘অথর্ব- এই প্রোজেক্টের অংশ হতে পেরে বেশ ভালো লাগছে। অন্যরকম অনুভূতি। অন্যরকম এক প্রোজেক্টের অংশ হয়েছি আমি। এই ধরণের প্রোজেক্ট যারা বানিয়েছে তাদেরও কুর্নিশ। রজনী স্যারও প্রোজেক্টের সঙ্গে যুক্ত টিমকে অভিবাদন জানিয়েছে। এই বইয়ের প্রথম কপি ওনার হাত দিয়ে উন্মোচন হওয়ায় আরও ভালো লাগছে।’
অর্থবের রচয়িতা রমেশ থামিলমানি। এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন এমভিএম বেল মোহন, প্রোযোজক ভিনসেন্ট আদাইকালারাজ এবং অশোক মানোর। অথর্ব একটি পুরাণ চরিত্র। এক বাচ্চা ছেলে যে অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যায়।
আরও পড়ুন: UEFA Champions League: ইউক্রেনের উপর হামলা চালিয়ে ফাইনাল খোয়াল রাশিয়া