UEFA Champions League: ইউক্রেনের উপর হামলা চালিয়ে ফাইনাল খোয়াল রাশিয়া
রাশিয়া থেকে সরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ফ্রান্সে। ২৮ মেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তবে সেন্ট পিটার্সবার্গে নয়। ফাইনাল অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসের স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোনের সঙ্গে কথা বলেই ফাইনালের ভেনু চূড়ান্ত করে উয়েফা।
জুরিখ: আশঙ্কাই সত্যি হল। রাশিয়া-ইউক্রেন সংঘাতের (Russia-Ukraine Conflict) জের ফুটবলেও। ইউক্রেনের উপর হামলা চালিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হারাল রাশিয়া। রাশিয়ার থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কেড়ে নিল উয়েফা (UEFA)। ২৮ মে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেন্ট পিটার্সবার্গে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে এই মুহূর্তে রাশিয়ায় ফাইনাল করার ঝুঁকি নিল না উয়েফা। শুক্রবারই জরুরি বৈঠকে বসে উয়েফার কার্যকরী কমিটি। সেই বৈঠকেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রাশিয়া থেকে সরানোর সিদ্ধান্ত নেয় ইউরোপের ফুটবল পরিচালন কমিটি। ১৪ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আয়োজন পেয়েও তা হারাল রাশিয়া। বৃহস্পতিবার সকালেই ইউক্রেনে যুদ্ধ ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পূর্ব সীমানার দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে পুতিন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার পর থেকেই যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছিল। বৃহস্পতিবারই সেই দামামা বেজে যায়। একের পর এক হামলা চলে।
রাশিয়া থেকে সরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ফ্রান্সে। ২৮ মেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তবে সেন্ট পিটার্সবার্গে নয়। ফাইনাল অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসের স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোনের সঙ্গে কথা বলেই ফাইনালের ভেনু চূড়ান্ত করে উয়েফা।
একই সঙ্গে উয়েফার বৈঠকে ঠিক হয়, রাশিয়া ও ইউক্রেনের ক্লাব এবং জাতীয় দলের হোম ম্যাচ এই মুহূর্তে সেখানে করা সম্ভব নয়। ফলে অনির্দিষ্টকালের জন্য উয়েফার অধীনস্থ রাশিয়া ও ইউক্রেনের সমস্ত ম্যাচই হবে নিরপেক্ষ ভেনুতে।
The 2021/22 #UCLfinal will move from Saint Petersburg to Stade de France in Saint-Denis.
The game will be played as initially scheduled on Saturday 28 May at 21:00 CET.
Full statement ⬇️
— UEFA Champions League (@ChampionsLeague) February 25, 2022
২ মাসের বিরতির পর শুক্রবার থেকেই ইউক্রেনের প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি ঘোরালো দেখে ইউক্রেনের ফুটবল লিগ স্থগিত করে দেওয়া হয়। কবে থেকে শুরু হতে পারে তার কোনও দিন ঠিক হয়নি। অন্যদিকে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি ইউক্রেন আর রাশিয়ার সঙ্গে কথা চালাচ্ছে। পরের সপ্তাহেই বেজিংয়ে শুরু প্যারালিম্পিক গেমস। সেখানে ইউক্রেন আর রাশিয়ার খেলোয়াড়রা অংশ নেবেন কিনা তা জানতেই কথা চালাল আন্তর্জাতিক প্যারালিম্পিক গেমস।