AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হোমবাউন্ড’ ঘিরে আইনি জটিলতা, করণ জোহরের বিরুদ্ধে নকল করার অভিযোগ

সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা ২০২১ সালে প্রকাশিত তাঁর উপন্যাস হোমবাউন্ড নকল করার অভিযোগে করণ জোহর ও আদর পুনাওয়ালার ধর্মা প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছেন। ঈশান খট্টর, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর অভিনীত নীরজ ঘেওয়ান পরিচালিত একই নামের ছবিটি নিয়ে তিনি বম্বে হাই কোর্টে মামলা দায়ের করবেন।

'হোমবাউন্ড' ঘিরে আইনি জটিলতা, করণ জোহরের বিরুদ্ধে নকল করার অভিযোগ
| Edited By: | Updated on: Dec 23, 2025 | 6:36 PM
Share

সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা ২০২১ সালে প্রকাশিত তাঁর উপন্যাস হোমবাউন্ড নকল করার অভিযোগে করণ জোহর ও আদর পুনাওয়ালার ধর্মা প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছেন। ঈশান খট্টর, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর অভিনীত নীরজ ঘেওয়ান পরিচালিত একই নামের ছবিটি নিয়ে তিনি বম্বে হাই কোর্টে মামলা দায়ের করবেন।

একটি সংবাদ সংস্থাকে পাঠানো এক ইমেলে পূজা জানান, আদালতে যাওয়ার আগে তাঁর আইনজীবীর মাধ্যমে প্রযোজনা সংস্থাকে কথিত লঙ্ঘনের বিষয়ে একটি আইনি নোটিস পাঠানো হয়েছিল। হোমবাউন্ড চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং বর্তমানে অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে। ছবির টিমের দাবি, গল্পটি সাংবাদিক বশারত পীরের ২০২০ সালের নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি। ছবিটি দুই শৈশববন্ধুর গল্প বলে, যারা জাতীয় পুলিশ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে।

ইমেলে পূজা উল্লেখ করেন যে, “উভয়ের (আমার উপন্যাস ও ছবির) বিষয়বস্তুই ২০২০ সালের কোভিড-১৯ পরবর্তী অভিবাসী শ্রমিকদের দেশত্যাগ।” তিনি আরও অভিযোগ করেন, “ছবিটি দেখার পর আমি বুঝতে পারি যে প্রযোজকরা শুধু আমার বইয়ের শিরোনামই আত্মসাৎ করেননি, বরং ছবির দ্বিতীয়ার্ধে আমার উপন্যাসের উল্লেখযোগ্য অংশ—দৃশ্য, সংলাপ, বর্ণনাশৈলী, ঘটনার ক্রম এবং অন্যান্য সৃজনশীল উপাদান—স্পষ্টভাবে নকল করেছেন।”

পূজা আদালতে স্থায়ী নিষেধাজ্ঞাসহ বিভিন্ন প্রতিকার চাইবেন—যার মধ্যে রয়েছে হোমবাউন্ড ছবির বিতরণ বন্ধ করা, কথিত লঙ্ঘনকারী সব উপাদান অপসারণ, ছবির শিরোনাম পরিবর্তন এবং তাঁর কপিরাইট লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণ। লেখিকার কথায়, “এই পদক্ষেপ নিয়ে আমি শক্তিশালী সংস্থাগুলোর বিরুদ্ধে দাঁড়াচ্ছি—এটা আমি জানি। তবে আমার বিশ্বাস, যখন লেখকদের কাজ অনুমতি ছাড়া আত্মসাৎ ও শোষণ করা হয়, তখন তাদের নিজেদের কাজ রক্ষা করা জরুরি।” পূজার আনা অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে ধর্মা প্রোডাকশনস। প্রযোজনা সংস্থার এক মুখপাত্র জানান, “আমরা আইনগতভাবে এই দাবির জবাব দিচ্ছি এবং এই মুহূর্তে কোনও মন্তব্য করতে পারছি না।” হোমবাউন্ড ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ভারতের মনোনীত ছবি হিসেবে ডিসেম্বরের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে।

ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?