Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023 Auction Unsold Players: আইপিএলের মিনি অকশনে যাঁরা অবিক্রিত…

IPL 2023 Mini Auction Unsold Players: আইপিএলে রেকর্ড দামে পঞ্জাব কিংস নিয়েছে ইংল্য়ান্ড অলরাউন্ডার স্যাম কারানকে। বিশাল দর পেয়েছেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, নিকোলাস পূরানরা। ভাই স্যাম কারান যেখানে টাকার অঙ্কে রেকর্ড, দাদা রইলেন অবিক্রিত। আইপিএলের অনেক তারকাই এ বার দল পেলেন না।

IPL 2023 Auction Unsold Players: আইপিএলের মিনি অকশনে যাঁরা অবিক্রিত...
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 3:20 AM

কোচি : আইপিএলের মিনি অকশনে রেজিস্ট্রেশন করেছিলেন মোট ৪০৫ জন ক্রিকেটার। এর মধ্যে মোট ৮০ জন দল পেয়েছেন। বাকিরা অবিক্রিতই রয়ে গিয়েছেন। ৫১ জন ভারতীয় ক্রিকেটার এবং ২৯ জন বিদেশি ক্রিকেটার মিনি অকশনে দল পেয়েছেন। কারও ভাগ্য খুলেছে, অনেকে আবার হতাশ হয়েছেন। এর মধ্যে যেমন দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা রয়েছেন, তেমনই অনেক তরুণ ক্রিকেটারও। আইপিএলে রেকর্ড দামে পঞ্জাব কিংস নিয়েছে ইংল্য়ান্ড অলরাউন্ডার স্যাম কারানকে। বিশাল দর পেয়েছেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, নিকোলাস পূরানরা। ভাই স্যাম কারান যেখানে টাকার অঙ্কে রেকর্ড, দাদা রইলেন অবিক্রিত। আইপিএলের অনেক তারকাই এ বার দল পেলেন না। কারা অবিক্রিত? রইল তালিকা TV9Bangla-য়।

যাঁরা দল পেলেন না

  • একান্ত সেন (বেস প্রাইস ২০ লক্ষ)
  • প্রশান্ত চোপড়া (বেস প্রাইস ২০ লক্ষ)
  • লুক উড (বেস প্রাইস ১ কোটি)
  • জনসন চার্লস (বেস প্রাইস ৫০ লক্ষ)
  • দিলশান মধুশঙ্কা (বেস প্রাইস ৫০ লক্ষ)
  • টম কারান (বেস প্রাইস ৭৫ লক্ষ)
  • রেহান আহমেদ (বেস প্রাইস ৫০ লক্ষ)
  • গুরুস্বামী অজিতেস (বেস প্রাইস ২০ লক্ষ)
  • সঞ্জয় যাদব (বেস প্রাইস ২০ লক্ষ)
  • সুমিত ভার্মা (বেস প্রাইস ২০ লক্ষ)
  • হিমাংশু বিস্ত (বেস প্রাইস ২০ লক্ষ)
  • শুভাং হেগড়ে (বেস প্রাইস ২০ লক্ষ)
  • দীপেশ নেলওয়াল (বেস প্রাইস ২০ লক্ষ)
  • ত্রিলোক নাগ (বেস প্রাইস ২০ লক্ষ)
  • শুভম কাপসে (বেস প্রাইস ২০ লক্ষ)
  • উৎকর্ষ সিং (বেস প্রাইস ২০ লক্ষ)
  • জিতেন্দর পাল (বেস প্রাইস ২০ লক্ষ)
  • বালু সূর্য (বেস প্রাইস ২০ লক্ষ)
  • সঞ্জয় রামস্বামী (বেস প্রাইস ২০ লক্ষ)
  • প্রিয়াঙ্ক পাঞ্চাল (বেস প্রাইস ২০ লক্ষ)
  • বরুণ অ্যারন (বেস প্রাইস ৫০ লক্ষ)
  • রিচার্ড গ্লেসন (বেস প্রাইস ৫০ লক্ষ)
  • জেমি ওভার্টন (বেস প্রাইস ২ কোটি)
  • যুবরাজ চুরাশমা (বেস প্রাইস ২০ লক্ষ)
  • তেজস বারোকা (বেস প্রাইস ২০ লক্ষ)
  • পল ভ্যান মিকারেন (বেস প্রাইস ২০ লক্ষ)
  • আকাশ সিং (বেস প্রাইস ২০ লক্ষ)
  • করণ শিন্ডে (বেস প্রাইস ২০ লক্ষ)
  • বাবা ইন্দ্রজিৎ (বেস প্রাইস ২০ লক্ষ)
  • জগদীশন সূচিত (বেস প্রাইস ২০ লক্ষ)
  • সূর্যাংশ শেড়গে (বেস প্রাইস ২০ লক্ষ)
  • ওয়েন পার্নেল (বেস প্রাইস ৭৫ লক্ষ)
  • উইল স্মিড (বেস প্রাইস ৪০ লক্ষ)
  • ব্লেসিং মুজুরবানি (বেস প্রাইস ৫০ লক্ষ)
  • দুষ্মন্ত চামিরা (বেস প্রাইস ৫০ লক্ষ)
  • তাসকিন আহমেদ (বেস প্রাইস ৫০ লক্ষ)
  • সন্দীপ শর্মা (বেস প্রাইস ৫০ লক্ষ)
  • রাইলি মেরেডিথ (বেস প্রাইস ১.৫ কোটি)
  • দাসুন শানাকা (বেস প্রাইস ৫০ লক্ষ)
  • জিমি নিশাম (বেস প্রাইস ২ কোটি)
  • মহম্মদ নবি (বেস প্রাইস ১ কোটি)
  • ড্য়ারেল মিচেল (বেস প্রাইস ১ কোটি)
  • ডেভিড মালান (বেস প্রাইস ১.৫ কোটি)
  • ট্র্যাভিস হেড (বেস প্রাইস ২ কোটি)
  • শেরফান রাদারফোর্ড (বেস প্রাইস ১.৫ কোটি)
  • রাসি ভ্যান ডার ডুসেন (বেস প্রাইস ২ কোটি)
  • পল স্টার্লিং (বেস প্রাইস ৫০ লক্ষ)
  • সুদেশন মিধুন (বেস প্রাইস ২০ লক্ষ)
  • শ্রেয়স গোপাল (বেস প্রাইস ২০ লক্ষ)
  • ইজারুল্লাক নবিদ (বেস প্রাইস ২০ লক্ষ)
  • চিন্তল গান্ধী (বেস প্রাইস ২০ লক্ষ)
  • ল্যান্স মরিস (বেস প্রাইস ৩০ লক্ষ)
  • মুজতবা ইউসুফ (বেস প্রাইস ২০ লক্ষ)
  • মহম্মদ আজহারউদ্দিন (বেস প্রাইস ২০ লক্ষ)
  • দীনেশ বানা (বেস প্রাইস ২০ লক্ষ)
  • সুমিত কুমার (বেস প্রাইস ২০ লক্ষ)
  • শশাঙ্ক সিং (বেস প্রাইস ২০ লক্ষ)
  • অভিমন্যু ঈশ্বরণ (বেস প্রাইস ২০ লক্ষ)
  • কর্বিন বশ (বেস প্রাইস ২০ লক্ষ)
  • সৌরভ কুমার (বেস প্রাইস ২০ লক্ষ)
  • প্রিয়ম গর্গ (বেস প্রাইস ২০ লক্ষ)
  • হিম্মত সিং (বেস প্রাইস ২০ লক্ষ)
  • রোহন কুন্নুমাল (বেস প্রাইস ২০ লক্ষ)
  • শুভম খাজুরিয়া (বেস প্রাইস ২০ লক্ষ)
  • এলআর চেতন (বেস প্রাইস ২০ লক্ষ)
  • মুজিব উর রহমান (বেস প্রাইস ১ কোটি)
  • তাবরাইজ শামসি (বেস প্রাইস ১ কোটি)
  • কুশল মেন্ডিস (বেস প্রাইস ৫০ লক্ষ)
  • টম ব্যান্টন (বেস প্রাইস ২ কোটি)
  • ক্রিস জর্ডন (বেস প্রাইস ২ কোটি)
  • অ্যাডাম মিলন্ (বেস প্রাইস ২ কোটি)