
চেন্নাই : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব শেষ। এ বার আসল লড়াই। গুজরাট টাইটান্স প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল। পয়েন্ট টেবলে শীর্ষস্থানও তাদের। প্লে-অফে শীর্ষ দুইয়ে ছিল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। জিতলে সরাসরি ফাইনাল। হারলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে। দু-দলেরই লক্ষ্য ছিল প্রথম সুযোগেই ফাইনাল নিশ্চিত করার। অনেক ক্ষেত্রেই দ্বিতীয় সুযোগ ফসকাতে দেখা যায়। প্রথম সুযোগে ফাইনাল নিশ্চিত করল চেন্নাই সুপার কিংস। রেকর্ড দশম বার ফাইনালে সিএসকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বারের প্রথম কোয়ালিফায়ার ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
এর আগে তিন বারের সাক্ষাতে জিতেছিল টাইটান্স। প্রথম বার টাইটান্সকে হারিয়ে ফাইনালে সিএসকে।
কোয়ালিফায়ারের মতো হাইপ্রেসার ম্যাচে নজর কাড়লেন তরুণ দুই ওপেনার। জিতে বাড়তি উচ্ছ্বাস ঋতুরাজের।
রেকর্ড দশম বার ফাইনালে মাহির চেন্নাই সুপার কিংস। এর আগে ৯ বারের মধ্যে চার বার চ্যাম্পিয়ন। আজকের ম্যাচ রিপোর্ট পড়ুন বিস্তারিত : মাহির মাস্টার-মাইন্ড, প্রথম সুযোগেই ফাইনালে সিএসকে
৯ মিনিটের অপেক্ষা! পাথিরানাকে বোলিংয়ে আনতে চেয়েছিলেন ধোনি। কিন্তু তিনি ৯ মিনিট মাঠে ছিলেন না। ৯ মিনিট পূর্ণ হওয়ার পর বোলিং করলেন। দীর্ঘ সময় আম্পায়ারের সঙ্গে আলোচনা হয়।
দীপক চাহার নতুন স্পেলে এলেন। প্রথম বলেই উইকেট। তাও আবার টানা দুই ম্যাচে শতরান করা শুভমন গিলকে। ৩৮ বলে ৪২ রানে ফিরলেন গিল। শর্ট পিচ ডেলিভারিতে পুল শটের লোভ সামলাতে পারেননি গিল।
রবীন্দ্র জাডেজা দ্বিতীয় উইকেট নিলেন। এ বার তাঁর শিকার ডেভিড মিলার। কীভাবে বোল্ড হলেন, ভেবেই অবাক মিলার। দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলেন ক্রিজে। এরপর মাঠ ছাড়েন।
দাসুন শানাকাকে ফেরালেন রবীন্দ্র জাডেজা। আইপিএলে তাঁর ১৫০তম উইকেট। প্রথম বাঁ হাতি স্পিনার হিসেবে আইপিএলে ১৫০ উইকেটের নজির জাডেজার।
মহেশ থিকসানার ওভারে বিধ্বংসী ব্যাটিং দাসুন শানাকার।
আগের বলেই বাউন্ডারি এসেছে। ফিল্ডিংয়ে সামান্য পরিবর্তন। ঋদ্ধির উইকেট মিলল। দীপক চাহারের বোলিংয়ে ফিরলেন ঋদ্ধি। তিনে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। বাউন্ডারিতে ইনিংস শুরু।
কেমন ছিল চেন্নাই সুপার কিংস ইনিংস। পড়ুন বিস্তারিত : ১৭৩ রান করলেই ফাইনালে গুজরাট, আটকাতে পারবেন ধোনিরা?
ধোনির টিম মাঠে নামছেন, রং মশালে স্বাগত জানানো হল। এ মরসুমে এই মাঠে শেষ ম্যাচ খেলছেন মাহি।
১৭তম ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়েছিলেন। শেষ বলে জবাব দিলেন রশিদ খান। ফিরলেন অম্বাতি রায়াডু। ৯ বলে ১৭ রান রায়াডুর। ধোনি ক্রিজে আসতেই গ্যালারিতে গর্জন। কিন্তু ২ বল স্থায়ী হল তাঁর ইনিংস।
দ্বিতীয় স্পেল শুরু সামির। প্রথম বলেই ডেভন কনওয়ের বড় উইকেট।
মিলারের সেফ হ্যান্ড। মোহিত শর্মার বলে ফিরলেন ঋতুরাজ গায়কোয়াড়। ৪৪ বলে ৬০ রানে ফিরলেন সিএসকে-র তরুণ ওপেনার ঋতুরাজ।
নো-বলে জীবন দান পাওয়ার পর অনবদ্য ইনিংস ঋতুরাজ গায়কোয়াড়ের। এ বারের আইপিএলে চতুর্থ অর্ধশতরান ঋতুরাজ গায়কোয়াড়ের।
পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৪৯ রান তুলল সিএসকে। দর্শন নালকান্ডের নো-বল না হলে দ্বিতীয় ওভারেই বড় ধাক্কা খেত চেন্নাই সুপার কিংস।
মহম্মদ সামি এ বারের পাওয়ার প্লে-তে ১৫টি উইকেট নিয়েছেন। এ দিনের ম্যাচে পাওয়ার প্লে-তে উইকেট পেলেন না। যদিও স্পেলের প্রথম দু-ওভারে (পাওয়ার প্লে-তে) দিলেন মাত্র ৮ রান।
ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং আক্রমণে তরুণ পেসার দর্শন নালকান্ডে। ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট। তিনি মাত্র ২ রানে মাঠ ছাড়ছিলেন। সে সেসময়ই নো-বলের সাউন্ড। ফ্রি-হিটে ছয় মারলেন ঋতুরাজ। পরের বলে বাউন্ডারি। এই নো-বল কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেটাই দেখার।
হাইভোল্টেজ প্রথম কোয়ালিফায়ারে অন ফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি ও অনিল চৌধুরি। গুজরাট টিমও মাঠে প্রবেশ করল।
টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত হার্দিক পান্ডিয়ার। চেন্নাই দুর্গে কী পরিস্থিতি? বিস্তারিত পড়ুন : ফাইনালের টিকিট পেতে মরিয়া গুজরাট-চেন্নাই, টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত হার্দিকের
চেন্নাই সুপার কিংস : ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মইন আলি, অম্বতি রায়ডু, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা
সাবস্টিটিউট : মাতিসা পাথিরানা, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু, শেখ রশিদ, আকাশ সিং
গুজরাট টাইটান্স : ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, রশিদ খান, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, দাসুন শানাকা, রাহুল তেওয়াটিয়া, দর্শন নালকান্ডে, নুর আহমেদ, মহম্মদ সামি, মোহিত শর্মা
সাবস্টিটিউট : বিজয়শঙ্কর, শ্রীকার ভরত, জয়ন্ত যাদব, সাই সুদর্শন, শিবম মাভি
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গুজরাট টাইটান্সের। রান তাড়ায় দারুণ রেকর্ড গুজরাট টাইটান্সের। হার্দিক পান্ডিয়ার একাদশে একটি পরিবর্তন। চেন্নাই অপরিবর্তিত।
? Toss Update ?@gujarat_titans win the toss and elect to field first against @ChennaiIPL.
Follow the match ▶️ https://t.co/LRYaj7cLY9 #TATAIPL | #Qualifier1 | #GTvCSK pic.twitter.com/Bhj5g0Gv30
— IndianPremierLeague (@IPL) May 23, 2023
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে নজর থাকবে দু-দলের দুই তরুণ ওপেনারের ওপরও। পড়ুন বিস্তারিত : দূর-দর্শন…! ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ওপেনিং জুটিতে নজর আজ
টানা দ্বিতীয় বার ফাইনাল নিশ্চিত করবে গুজরাট টাইটান্স নাকি দশম ফাইনালে চেন্নাই সুপার কিংস। যে জিতবে সরাসরি ফাইনাল। হারলেও দ্বিতীয় সুযোগ থাকছে। লাইভ আপডেটে স্বাগত। প্রথম কোয়ালিফায়ারের প্রিভিউ পড়ে নিন বিস্তারিত : প্রথম সুযোগেই ফাইনালে নজর, হারলে অপেক্ষা