GT vs CSK IPL 2023 Match Prediction : প্রথম সুযোগেই ফাইনালে নজর, হারলে অপেক্ষা

Gujarat Titans vs Chennai Super Kings Preview : হার্দিক বোলিং না করলে চেন্নাই ম্যাচের কম্বিনেশন নিয়ে আলাদা কিছু ভাবতে হবে টাইটান্স শিবিরকে। গুজরাট যতই শক্তিশালী হোক কিংবা মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান তাদের পক্ষে থাক, চিপক এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাইয়ের পরিসংখ্যানও চমকে দেওয়ার মতোই।

GT vs CSK IPL 2023 Match Prediction : প্রথম সুযোগেই ফাইনালে নজর, হারলে অপেক্ষা
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2023 | 10:00 AM

দীপঙ্কর ঘোষাল : ধোনির মতো, একেবারেই বলা যায় না। তবে কিছুক্ষেত্রে ধোনির সঙ্গে মিল রয়েছে এ বিষয়ে সন্দেহ নেই। কথা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। গুজরাট টাইটান্সের অধিনায়ক। গত বারের আইপিএলেই অভিষেক হয় গুজরাট টাইটান্সের। প্রথম বছরেই চ্যাম্পিয়ন। এ বারও গ্রুপ পর্বে শীর্ষস্থান। প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। শীর্ষ দুইয়ে রয়েছে চেন্নাই সুপার কিংসও। তাদের ধারাবাহিকতাও প্রশংসনীয়। দুই অধিনায়কের জন্যই যেন আরও একটা উপভোগ্য ম্যাচের অপেক্ষা। এখনও অবধি আইপিএলের ইতিহাসে তিন বার মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। তিন বারই জিতেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। আজ প্রথম কোয়ালিফায়ারে নামছে দু-দল। জিতলে সরাসরি ফাইনাল। হারলে দ্বিতীয় সুযোগের অপেক্ষা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।

ধোনির ক্রিকেট মস্তিষ্ক কতটা ক্ষুরধার, এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই। তবে প্লেয়ার ম্যানেজমেন্টের দিক থেকে হার্দিকের মধ্যেও কিছুটা মিল দেখা যাচ্ছে। ধোনি যেমন তুষার দেশপান্ডে, মাতিশা মাথিরানার মতো তরুণ ক্রিকেটারদের ভরসা দিয়ে গড়ে তুলেছেন। তেমনই অজিঙ্ক রাহানের মতো সিনিয়র প্লেয়ারকেও দারুণ ভাবে কাজে লাগিয়েছেন। অথচ টুর্নামেন্টের শুরুতে পাথিরানা, তুষার পান্ডেদের ওপর ভরসা করার মতো পরিস্থিতি কোনও ভাবেই ছিল না। একই কথা প্রযোজ্য শিবম দুবের ক্ষেত্রেও।

ধোনির মতো একই বিষয়ে গুজরাট টাইটান্স হার্দিকের ক্ষেত্রেও উদাহরণ দেওয়া যায়। নুর আহমেদ, জশ লিটলের মতো তরুণদের ওপর ভরসা রেখেছেন। সুযোগ দিয়েছেন অভিজ্ঞ মোহিত শর্মাকে। ওদের থেকে সেরা পারফরম্যান্সও বের করে এনেছেন। তবে আলাদা করে বলতে হয় বিজয় শঙ্করের কথা। একটা সময় জাতীয় স্তরে বিজয় শঙ্করকে অন্যতম উঠতি পেস বোলিং অলরাউন্ডার বিকল্প ধরা হচ্ছিল। হঠাৎই যেন হারিয়ে গিয়েছিলেন এই বিজয় শঙ্কর। এ বারের আইপিএলে তাঁর ব্যাটিং অন্য লেভেলের দেখা যাচ্ছে। লিগ পর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও শুভমনের সঙ্গে অনবদ্য একটা ইনিংস খেলেন বিজয় শঙ্কর।

টুর্নামেন্টে দু-দলই ধারাবাহিক ভালো খেলছে। তবে গুজরাট শিবিরে একটা ভাবনার জায়গা, হার্দিকের বোলিং না করা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ বার বোলিং করেছিলেন। তাও কোটা পূর্ণ করেননি। এরপর তিন ম্যাচে বোলিং করেননি। হার্দিক বোলিং না করলে চেন্নাই ম্যাচের কম্বিনেশন নিয়ে আলাদা কিছু ভাবতে হবে টাইটান্স শিবিরকে। গুজরাট যতই শক্তিশালী হোক কিংবা মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান তাদের পক্ষে থাক, চিপক এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাইয়ের পরিসংখ্যানও চমকে দেওয়ার মতোই।