GT vs CSK Qualifier 1, IPL 2023 : ফাইনালের টিকিট পেতে মরিয়া গুজরাট-চেন্নাই, টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত হার্দিকের
GT vs CSK, IPL 2023: চিপকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এ বারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক। টসের সময় ধোনি জানান, তিনি জিতলেও রান তাড়া করার সিদ্ধান্তই নিতেন।
চেন্নাই : চিপকে আজ গুরু-শিষ্যের লড়াই। আজ রাতেই পাওয়া যাবে চলতি আইপিএলের (IPL 2023) প্রথম ফাইনালিস্ট। অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (GT vs CSK)। আইপিএলের ১৬টি সংস্করণের মধ্যে ১৪টিতে খেলেছে ধোনির সিএসকে। তার মধ্যে চেন্নাই সুপার কিংস ১২ বার প্লে অফে খেলেছে। চ্যাম্পিয়ন হয়েছে ৪ বার। অপরদিকে গুজরাট টাইটান্স দলটার বয়স মাত্র ২ বছর। গত মরসুমের আইপিএলে আত্মপ্রকাশ হয়েছে গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির। একবারই প্লে অফে খেলে টাইটান্সরা। আর আইপিএল ডেবিউতে চ্যাম্পিয়ন হয়ে সকলকে চমকে দিয়েছিল গুজরাট। এ বার দেখার চলতি মরসুমে কী হয়। আজ, মঙ্গলবার চিপকে প্রথম কোয়ালিফায়ারে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন হার্দিক পান্ডিয়া। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টসের পর হার্দিক বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। শুনেছি শিশিরের সম্ভবনা রয়েছে, তাই আমরা জানতে চাই ঠিক কত রান তাড়া করতে হবে। আমাদের বলা হয়েছিল প্রথম দুইয়ে ওঠার পর রিল্যাক্সড থাকতে, কিন্তু আমরা সেটা চাইনি। ফোকাস থেকে ভালো ক্রিকেট খেলতে চেয়েছি। আমরা এমন একটা দল, যারা যে কোনও পরিস্থিতিতে নিজেদের সেরা পারফরম্যান্সটা দিয়েছি।’ হার্দিক আরও জানান, একাদশে একটি পরিবর্তন করেছে গুজরাট।
টসের পর ধোনিও জানান, তাঁরাও রান তাড়া করার সিদ্ধান্ত নিতেন। তিনি বলেন, ‘গুজরাট রান তাড়া করায় ওস্তাদ। আমরা পরিস্থিতি কিছুটা ভালোভাবে কাজে লাগিয়েছি, এইরকম টুর্নামেন্টে দলের ছেলেরা সত্যিই ভালো মানিয়ে নিয়েছে। দলের শক্তিকে সমর্থন করা গুরুত্বপূর্ণ, আত্মবিশ্বাসের মাত্রাটা বেশি হওয়া উচিত। ছেলেরা সেটা করতে পেরেছে এবং তাই আমরা ভালো পারফর্ম করেছি। শেষ ম্যাচে প্রচুর শিশির পড়েছিল। আজ চারপাশে বাতাস বইছে। ফলে আজ রাত নিয়ে এখনই বলা যাচ্ছে না। তবে পিচ শুকনো দেখাচ্ছে।’ একইসঙ্গে মাহি জানান, অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে সিএসকে।
এ বারের আইপিএলে ক্যাপ্টেন্সির দিক থেকে ধোনি ও হার্দিকের মধ্যে দারুণ মিল দেখা যাচ্ছে। জুনিয়র প্লেয়ারদের পাশে থাকা ও সিনিয়রদের সঠিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে ধোনি-হার্দিকের মধ্যে মিল চোখে পড়ছে। যেমন – তুষার দেশপান্ডে ও মাথিসা পাথিরানাকে দারুণভাবে তৈরি করেছেন ধোনি। অন্যদিকে সিনিয়রদের মধ্যে অজিঙ্ক রাহানের মতো ক্রিকেটারের ওপর ভরসা রেখেছেন ধোনি। গুজরাট শিবিরে হার্দিক আবার জশ লিটল ও নুর আহমেদকে নিয়মিত সুযোগ দিয়ে তাঁদের তৈরি করেছেন। অন্যদিকে আত্মবিশ্বাসে তলানিতে থাকা বিজয় শঙ্করের উপর ভরসা দেখিয়েছেন হার্দিক। বিজয় নিয়মিত পারফর্মও করছেন। তেমনই সিনিয়রদের মধ্যে মোহিত শর্মাও সুযোগের সদ্ব্যবহার করেছেন।
চলতি আইপিএলে পাওয়ার প্লে-তে চেন্নাইয়ের ব্যাটিং ভীষণ ভালো। অন্যদিকে গুজরাটের হয়ে পাওয়ার প্লে-তে সেরা পারফর্ম করছেন মহম্মদ সামি। তাঁকে পাওয়ার প্লে স্পেশালিস্ট বলা হচ্ছে। এই মরসুমে তিনি পাওয়ার প্লে-তে ১৫টি উইকেট নিয়েছেন। রান তাড়ার দিক থেকে গুজরাট টাইটান্সের রেকর্ড ভীষণ ভালো। অন্যদিকে কোয়ালিফায়ার ১ এ চেন্নাইয়ের রেকর্ড খুবই ভালো। চেন্নাইয়ের মাঠে ম্যাচ বলে ঘরের মাঠের সমর্থন বেশি পাবে সিএসকে। অন্যদিকে গুজরাট যে কোনও পরিস্থিতিতে জেতার ক্ষমতা রাখে তা একাধিকবার প্রমাণ করেছে। হেড টু হেডে নজর দিলে দেখা যায় ২ দলের ৩ বারের সাক্ষাতে একটি বারও জিততে পারেনি সিএসকে। এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছিল। তাতে চেন্নাইকে হারিয়েছিল গুজরাট। সেই ম্যাচে সিএসকের ঋতুরাজ গায়কোয়াড় সেঞ্চুরি মিস করেছিলেন। গুজরাটের ওপেনার শুভমন গিল দারুণ খেলেছিলেন। এ বার দেখার আজকের ম্যাচে দুই দলের কোন তারকা ছাপ রেখে যান।
চলতি মরসুমে ধোনি চিপকে ৩৯ বল খেলেছেন। তাঁর স্ট্রাইকরেট ২০০-র ওপর। শেষ ৫ ওভারে ছয়ের নিরিখে ধোনি শীর্ষে। তিনি ১৮৩ টি ছয় মেরেছেন। মাহির ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করা দেখতে মুখিয়ে থাকে তাঁর অনুরাগীরা। আজ যদিও তেমনটা হবে না। কারণ, চেন্নাই প্রথমে ব্যাটিং করবে। আর রান তাড়া করে ফাইনালে ওঠার চেষ্টা করবেন হার্দিকরা।
চেন্নাই সুপার কিংসের একাদশ : ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মইন আলি, অম্বতি রায়ডু, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা।
সাবস্টিটিউট : মাতিসা পাথিরানা, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু, শেখ রশিদ, আকাশ সিং।
গুজরাট টাইটান্সের একাদশ : ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, রশিদ খান, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, দাসুন শানাকা, রাহুল তেওয়াটিয়া, দর্শন নালকান্ডে, নুর আহমেদ, মহম্মদ সামি, মোহিত শর্মা।
সাবস্টিটিউট : বিজয়শঙ্কর, শ্রীকার ভরত, জয়ন্ত যাদব, সাই সুদর্শন, শিবম মাভি।