AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shivam Dube Love Story : ঠিক যেন সিনেমার মতো, সিএসকে অলরাউন্ডার শিবমের প্রেমকাহিনি…

Shivam Dube-Anjum Khan : শিবমের দীর্ঘসময়ের প্রেমিকা অঞ্জুম খান। উত্তরপ্রদেশের আলিগড় ইউনিভার্সিটিতে পড়াশোনা সম্পূর্ণ করেন। ফাইন আর্টস নিয়ে স্নাতক হয়েছেন অঞ্জুম।

Shivam Dube Love Story : ঠিক যেন সিনেমার মতো, সিএসকে অলরাউন্ডার শিবমের প্রেমকাহিনি...
Image Credit: Instagram
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 9:30 AM
Share

চেন্নাই : আইপিএল মরসুম শুরুর আগে অস্বস্তিতে ছিলেন শিবম দুবে। চেন্নাই সুপার কিংসের শিবির শুরু হয়েছে বহু আগে। তবে শিবম শুরুতে অনুশীলন করতে পারেননি। গুরুতর চোট ছিল শিবমের। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভরসা রেখেছিলেন তাঁর ওপর। শুরুর দিকে কয়েক ম্যাচে রান পাননি। তারপরও খেলিয়ে যান তাঁকে। অধিনায়কের ভরসা রাখেন শিবমও। চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে তাঁকে ওপরে পাঠানো হয়। অর্ধশতরানের বিধ্বংসী ইনিংস খেলেন শিবম। ম্য়াচ শেষে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস শিবিরে এ বারের আইপিএলের অন্যতম ভরসা শিবম। বোলিংয়ে এখনও তাঁকে ব্য়বহার করা হয়নি এ মরসুমে। আচ্ছা মাঠের বাইরে শিবমের দুনিয়াটা কেমন? তাঁর প্রেম কাহিনি যেন সিনেমার মতো। দীর্ঘদিনের সম্পর্ক গড়িয়েছে বিয়েতে। তাঁদের একটি সন্তানও রয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শিবমের দীর্ঘসময়ের প্রেমিকা অঞ্জুম খান। উত্তরপ্রদেশের আলিগড় ইউনিভার্সিটিতে পড়াশোনা সম্পূর্ণ করেন। ফাইন আর্টস নিয়ে স্নাতক হয়েছেন অঞ্জুম। তাঁর আগ্রহের জায়গা ছিল অভিনয় এবং মডেলিং। বলিউডে কাজও করেছেন। মডেলিংয়ের পাশাপাশি হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন অঞ্জুম। মিউজিক ভিডিয়োতেও অভিনয় করেছেন। অঞ্জুম মুসলিম পরিবারের কন্যা। শিবম দুবে হিন্দু। তাঁদের ভালোবাসায় অন্তরায় হয়ে দাঁড়ায়নি ভিন্ন ধর্ম। দুই পরিবারই পরস্পরের প্রতি সম্মান দেখায়। বিয়ের ক্ষেত্রে এমনই সিদ্ধান্ত নেয় দুই পরিবার। হিন্দু এবং মুসলিম দুই রীতি মেনেই নতুন জীবন শুরু করেন শিবম এবং অঞ্জুম। বিয়ের সেই ছবি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও রয়েছে।

শিবম এবং অঞ্জুমের প্রেম দীর্ঘ সময়ের। শুরুতে তা অবশ্য প্রকাশ্যে আসেনি। তেমনই বিয়ে নিয়ে দুই পরিবারের আপত্তি না থাকলেও সোশ্য়াল মিডিয়ায় ব্য়পক হইচই হয়। অনেকেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। সেই সমস্ত কথায় অবশ্য় মত বদলায়নি দুই পরিবারের। ২০২২-র ফেব্রুয়ারিতে শিবম-অঞ্জুমের জীবনে আরও বেশি সুখ এসেছে। পুত্র সন্তান হয় তাঁদের।