
মুম্বই : আইপিএলের সৌজন্যে একের পর এক থ্রিলার দেখেছেন ক্রিকেট প্রেমীরা। আইপিএলে আজ ছিল মাইলফলকের ম্যাচ। ২০০৮ সালে জন্ম হয়েছিল এই লিগের। টুর্নামেন্টের সহস্রতম ম্যাচ। আর এই মাইলফলকের ম্যাচে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স ও গত বারের রানার্স রাজস্থান রয়্যালস। এ বারের টুর্নামেন্টেও বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ দেখা গিয়েছে। হাতে গোনা কয়েকটি ম্যাচই একতরফা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবদিক থেকেই জমজমাট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণে এ বারের টুর্নামেন্টে ৪২ তম ম্যাচটিও গড়াল শেষ ওভারে। মুম্বইয়ের সামনে ছিল ২১৩ রানের বিশাল লক্ষ্য। শেষ অবধি ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটের রুদ্ধশ্বাস জয়। অধিনায়ক রোহিত শর্মার জন্মদিনের যেন সেরা উপহার টিমের। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ক্য়াচ। স্কাইয়ের মতো বিধ্বংসী ব্য়াটারকে ফেরাতে এমন ক্য়াচই! শর্ট থার্ডম্য়ানে ছিলেন সন্দীপ শর্মা। তাঁকে সেরা ফিল্ডারদের তালিকায় ধরা হয় না কোনও দিনই। ট্রেন্ট বোল্টের অফ স্টাম্পের বাইরে বুকের উচ্চতার বল শর্ট থার্ড ম্য়ান ক্লিয়ার করতে চেয়েছিলেন স্কাই। পেছন দিকে ১৯ মিটার দৌঁড়, ঝাপিয়ে ক্যাচ নেন সন্দীপ শর্মা। এই উইকেটের কৃতিত্ব বোলারের চেয়ে অনেক বেশি ফিল্ডারের।
গ্রিনকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। দ্বিতীয় ভারতীয় হিসেবে এই মাইলফলকে অশ্বিন।
এ বারের আইপিএলে প্রথম শতরান এসেছিল সানরাইাজার্স ব্য়াটার হ্য়ারি ব্রুকের সৌজন্য়ে। দ্বিতীয় শতরান এসেছিল ভেঙ্কটেশ আইয়ারের ব্য়াটে। ওয়াংখেড়েতেই শতরান করেছিলেন ভেঙ্কটেশ। এ বার সেই ওয়াংখেড়েতেই শতরান যশস্বী জয়সোয়ালের।
দেবদত্ত পাডিকালের উইকেট তুলে নিয়ে রাজস্থানকে বড় ধাক্কা দিলেন পীযুষ চাওলা। চার নম্বরে নেমে ৪ বলে মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন দেবদত্ত। আরও দুটি উইকেট পীযুষের খাতায়।
যশস্বী জয়সোয়াল এক প্রান্তে দারুণ ব্যাট করছেন। বাটলারও রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। লেগ স্পিনার পীযুষ চাওলার বোলিংয়ে ফিরলেন বাটলার। এক বলের ব্য়বধানে কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেন মাঠের আম্পায়ার বীরেন্দ্র শর্মা। রিভিউতে রক্ষা পান রাজস্থান অধিনায়ক। সাউন্ড এলেও স্নিকো মিটারে কিছুই ধরা পড়ল না।
জস বাটলারের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন। আম্পায়ার আউট দেন। রিভিউ নেয় রাজস্থান, সিদ্ধান্ত বদলান মাঠের আম্পায়ার। সাউন্ড এলেও সেটা থাই প্যাডে লেগেছিল।
আইপিএলের সহস্রতম ম্যাচ। বাঁ হাতি পেসার আর্শাদ খানকে একাদশে ফেরালেন রোহিত। জায়গা ছাড়তে হল অর্জুন তেন্ডুলকরকে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস কী কী কারণে স্পেশাল, জেনে নিন বিস্তারিত : মুম্বই-রাজস্থান; এক ম্যাচ, আকর্ষণ অনেক, জেনে নিন একাদশও
পঞ্জাবের জয়ের জন্য শেষ ১২ বলে ২২ রানের প্রয়োজন। আরও একটা টানটান ম্যাচ।
আইপিএলের সবচেয়ে সফল দল। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারই রোহিত শর্মার নেতৃত্বে।
Ye Rohit ka ilaka hai. ?#OneFamily #MIvRR #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 pic.twitter.com/bVQdGTdD34
— Mumbai Indians (@mipaltan) April 30, 2023
সমর্থকদের কী উপহার দিতে চলেছেন হিটম্যান? সেটা ম্যাচ শেষেই বোঝা যাবে। সমর্থকদের আবদার!
Match day energy??,We are ready for #Hitman10 Special Match ?? Happy Birthday my god #MIvsRR@ImRo45 @mipaltan #OneFamily pic.twitter.com/OlUA83qsP9
— rohitian.deepak (@dipupatel45) April 30, 2023
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। আইপিএলের সহস্রতম ম্যাচ এটি। রোহিত শর্মার জন্মদিনে সমর্থকদের আবদার হিটম্যানের সেঞ্চুরি! ম্যাচের লাইভ আপডেটে নজর রাখুন TV9Bangla Sports-এর এই লিঙ্কে।