মোহালি: পঞ্জাব কিংসকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি (৫৯) ও ফাফ ডুপ্লেসি (৮৪) জুটিতে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৪ রান তোলে আরসিবি। জবাবে ১৫০ রানে আটকে যায় পঞ্জাব কিংস। বৃহস্পতিবার পঞ্জাবের হয়ে মরসুমের প্রথম ম্যাচে নেমেছিলেন লিয়াম লিভিংস্টোন। ব্যাটে, বলে ব্যর্থ তিনি। প্রভসিমরন সিং, জীতেশ শর্মাদের মরিয়া প্রচেষ্টা। তবে উইকেটের পতন আটকাতে পারল না পঞ্জাব। ঘরের মাঠে ২৪ রানে হার। ফাফ ডুপ্লেসির পরিবর্তে আরসিবিকে নেতৃত্ব দিয়ে জেতালেন বিরাট।
বিরাটের ক্যাপ্টেন্সিতে জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ। ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ম্যাচের সেরা তিনিই।
১. টস হেরে প্রথমে ব্যাটিং আরসিবির
২. বিরাট কোহলি করেন ৫৯ রান
৩. ফাফ ডুপ্লেসির ৮৪ রান
৪. জুটিতে ওঠে ১৩৭ রান
৫. গোল্ডেন ডাক হন গ্লেন ম্যাক্সওয়েল
৬. আরসিবির খাতায় ওঠে ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ১৭৪ রান।
৭. রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে ওভারে ৪ উইকেট খুইয়ে ফেলে পঞ্জাব
৮. সর্বোচ্চ ৩০ বলে ৪৬ রান প্রভসিমরন সিংয়ের
৯. ২৭ বলে ২১ রান জীতেশ শর্মার
১০. ১৮.২ ওভারে ১৫০ রানে অলআউট পঞ্জাব
১১. ২৪ রানে জয় আরসিবির
১২. সর্বাধিক ৪ উইকেট নিলেন মহম্মদ সিরাজ
১৩. ২টি উইকেট ওয়ানিন্দু হাসারাঙ্গার
জীতেশ শর্মাকে আউট করে আরসিবিকে জিতিয়ে দিলেন হর্ষল প্যাটেল। জীতেশ ফিরতেই ১৮.২ ওভারে ১৫০ রানে আটকে যায় পঞ্জাব। ২৪ রানে জিতল আরসিবি।
১৩ বলে ১৩ রান করে ফিরলেন হরপ্রীত ব্রার। মহম্মদ সিরাজের ঝুলিতে তৃতীয় উইকেট।
জীতেশ শর্মার ক্যাচ মিস বিরাটের। সূয়াশ প্রভুদেশাই ও বিরাট দুজনেই জীতেশের ক্যাচ নেওয়ার জন্য ছোটেন। জীতেশের গুরুত্বপূর্ণ ক্যাচ ছাড়লেন বিরাট। ম্যাচটাই ছাড়লেন কী?
জীতেশ শর্মার ঝেড়ো ব্যাটিং। ১৫ ওভার শেষে পঞ্জাব ১২৫/৭। শেষ ৫ ওভারে পঞ্জাবের প্রয়োজন ৫০ রান।
ফের সাফল্য হাসারাঙ্গার। ফেরালেন শাহরুখ খানকে (৭)। ১২.৫ ওভারে পঞ্জাব ১০৬/৭।
পঞ্জাবকে ভরসা দিচ্ছিল প্রভসিমরন সিংয়ের ব্যাট। আরসিবিকে চাপে ফেলে দিয়েছিলেন তিনি। পঞ্জাব ওপেনারকে বোল্ড আউট করে পঞ্জাবকে আরও চাপে ফেলে দিলেন ওয়েন পার্নেল। ১১.৩ ওভারে ৯৭/৬ পঞ্জাব।
ম্যাচের দ্বিতীয় রান আউট। ওয়ানিন্দু হাসারাঙ্গার সরাসরি থ্রোয়ে ফিরলেন স্যাম কারান (১০)। ১০ ওভারে পঞ্জাব ৭৭-৫।
৬ ওভারে পঞ্জাব কিংসের স্কোর ৪৯/৪।
সাজঘরে পঞ্জাবের চতুর্থ ব্যাটার। মহম্মদ সিরাজের এক থ্রোয়ে রান আউট হয়ে ফিরলেন হরপ্রীত ভাটিয়া। ৫.৩ ওভারে পঞ্জাবের স্কোর ৪৩/৪।
প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ লিয়াম লিভিংস্টোন। ব্যাট হাতে তাঁর অবদান ৪ বলে ২ রান। শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে পঞ্জাবের ব্যাটিং অর্ডারকে ভরসা দিতে পারলেন না তিনি।
বল হাতে নেমেই সাফল্য ওয়ানিন্দু হাসারাঙ্গার। দ্বিতীয় উইকেট হারাল পঞ্জাব কিংস। ৭ বলে ৮ রান ম্যাথু শর্টের। ২.১ ওভারে পঞ্জাব ২১/২। ক্রিজে লিয়াম লিভিংস্টোন। প্রথম ম্যাচ খেলছেন তিনি। আরসিবির ইনিংসে ১ ওভার বল করে ৯ রান দিয়েছেন।
পঞ্জাব ওপেনার অথর্ব তাইডেকে প্রথম ওভারের দ্বিতীয় বলে ফেরালেন মহম্মদ সিরাজ। অথর্বর বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করে আরসিবি। আম্পায়ার আঙুল তোলেননি। রিভিউ নিয়ে সাফল্য আরসিবির।
৪ উইকেট খুইয়ে নির্ধারিত ওভারে আরসিবির খাতায় উঠল ১৭৪ রান।
৫৬ বলে ৮৪ রান করে আউট হন ফাফ ডুপ্লেসি। নাথান এলিসের বলে ফিরলেন তিনি। ৫ বলে ৭ রান দীনেশ কার্তিকের। তাঁকে ফেরালেন অর্শদীপ সিং।
পরের বলেই গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরালেন হরপ্রীত ব্রার। বড় শট হাঁকাতে গিয়ে প্রথম বলে অথর্ব তাইডের হাতে ক্যাচ দিয়ে বসেন ম্যাক্সওয়েল।
অবশেষে উইকেট পেল পঞ্জাব। ৪৭ বলে ৫৯ রান করে হরপ্রীত ব্রার বলে ফিরলেন বিরাট।
এখনও উইকেটের খাতা খুলতে পারেনি পঞ্জাব কিংস। ১৫.৩ ওভারে স্যাম কারানের বলে উপরে তুলে দেন ডুপ্লেসি। ক্যাচ ফসকালেন উইকেটরক্ষক জীতেশ শর্মা।
অনবদ্য বিরাট কোহলির অর্ধশতরান। ৪০ বলে ৫০ রান। এই সিজনে চতুর্থ অর্ধশতরান তাঁর।
চোট নিয়ে ফাফ ডুপ্লেসির অর্ধশতরান। চলতি আইপিএলে চার নম্বর হাফ সেঞ্চুরি এটি। ৩১ বলে ৫০ রান করলেন ডুপ্লেসি।
১০ ওভারে বিনা উইকেট খুইয়ে ৯১ রান উঠল আরসিবির খাতায়।
প্রথম ৬ ওভারে বিনা উইকেট খুইয়ে ৫৯ রান আরসিবি। ২৯ রানে ব্যাট করছেন বিরাট কোহলি। ডু প্লেসি ব্যাট করছেন ২৮ রান।
দ্বিতীয় ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকালেন বিরাট কোহলি।
আরসিবির হয়ে ওপেনিংয়ে নামলেন ক্যাপ্টেন বিরাট ও ফাফ ডুপ্লেসি। বল হাতে অর্শদীপ সিং।
আরসিবির একাদশে রয়েছেন ফাফ ডুপ্লেসি। তবে শুধু ব্যাটিং করবেন তিনি। ফিল্ডিং করবেন না। তাই ফাফের পরিবর্তে আজ নেতৃত্বে বিরাট।
বিরাট কোহলি (অধিনায়ক), ফাফ ডুপ্লেসি, মহীপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সূয়াশ প্রভুদেশাই, হর্ষল প্যাটেল, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ।
সাবস্টিটিউট: বিজয়কুমার বিশাখ, ডেভিড উইলি, আকাশদীপ, করণ শর্মা, অনুজ রাওয়াত
চোটের কারণে নেই শিখর ধাওয়ান। পঞ্জাব কিংস টিমে দুটি পরিবর্তন। একাদশে নেই সিকন্দর রাজা এবং কাগিসো রাবাডা। পরিবর্তে এলেন লিয়াম লিভিংস্টোন এবং নাথান এলিস।
একাদশ: অথর্ব তাইডে, ম্যাথু শর্ট, হরপ্রীত সিং ভাটিয়া, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান (অধিনায়ক), জীতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, হরপ্রীত ব্রার, নাথান এলিস, রাহুল চাহার এবং অর্শদীপ সিং।
সাবস্টিটিউট: প্রভসিমরন সিং, সিকন্দর রাজা, মোহিত রাঠী, ঋষি ধাওয়ান, শিবম সিং
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পঞ্জাব কিংসের। পঞ্জাবের হয়ে খেলছেন লিয়াম লিভিংস্টোন।
ফাফ ডুপ্লেসির পরিবর্তে আজ মোহালিতে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। নেতৃত্ব ছাড়ার পর এই প্রথম বিরাটকে ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে।
পড়ুন বিস্তারিত: ডু’প্লেসি কি ছাড়লেন? আবার আরসিবির ক্যাপ্টেন বিরাট
আরসিবির বিরুদ্ধেও পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেবেন স্যাম কারান।
ঘরের মাঠে বিরাটদের হারাতে পারলে প্রথম চারে ঢুকে পড়ার জোর সম্ভাবনা রয়েছে পঞ্জাব কিংসের।
পড়ুন বিস্তারিত- PBKS vs RCB Match Prediction, IPL 2023: ধাওয়ান অনিশ্চিত, মোহালিতে বৃষ্টির ভ্রুকুটির দিনে আরসিবির জয়ে ফেরার চ্যালেঞ্জ
কাঁধের চোটে ভুগছেন। ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে আজ শিখর ধাওয়ানকে নিয়ে অনিশ্চয়তা।