PBKS vs RCB Match Prediction, IPL 2023: ধাওয়ান অনিশ্চিত, মোহালিতে বৃষ্টির ভ্রুকুটির দিনে আরসিবির জয়ে ফেরার চ্যালেঞ্জ
Punjab Kings vs Royal Challengers Bangalore: জয় দিয়ে এ বারের আইপিএল শুরু করলেও মাঝে পাঁচটি ম্যাচে তিনটিতে হার। পয়েন্ট টেবলের অনেকটাই পিছনে ব্যাঙ্গালোর।
তিথিমালা মাজী: আইপিএল (IPL 2023) ট্রফির ঝুলি শূন্য দুটি দলেরই কাছে। ট্রফি জয়ের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে। পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বৃহস্পতিবারের ডবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি দুই টিম। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিততে গিয়েও হেরে গিয়েছিল আরসিবি (RCB)। সিএসকের বিরুদ্ধে হারের যন্ত্রণা ভুলে জয়ে ফিরতে চাইছেন বিরাটরা। বৃহস্পতিবারের ম্যাচ মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে। জয় দিয়ে এ বারের আইপিএল শুরু করলেও মাঝে পাঁচটি ম্যাচে তিনটিতে হার। পয়েন্ট টেবলের অনেকটাই পিছনে ব্যাঙ্গালোর। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ে ফিরতেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমকে। পয়েন্ট টেবলের প্রথম পাঁচের মধ্যে রয়েছে পঞ্জাব কিংস। ঘরের মাঠে বিরাটদের হারাতে পারলে প্রথম চারে ঢুকে পড়ার জোর সম্ভাবনা। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
দুটো টিমেই ম্যাচ জেতানোর লোকের অভাব নেই। ধোনিদের বিরুদ্ধে গত ম্যাচে হারলেও ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা বাহবা কুড়িয়েছেন। রানের মধ্যে রয়েছেন বিরাট কোহলি। ম্যাক্সওয়েলকে প্রতিটি ম্যাচেই মারমুখী মেজাজে দেখা যাচ্ছে। ডুপ্লেসিও অনবদ্য। কোহলি, ডুপ্লেসি, ম্যাক্সওয়েল সমৃদ্ধ আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইন আপ পঞ্জাবের মাথাব্যথার বড় কারণ। এক্ষেত্রে পঞ্জাবকে ভরসা দিচ্ছেন স্যাম কারান, কাগিসো রাবাডা, অর্শদীপ সিংরা। দলের অধিনায়ক তথা সেরা ব্যাটার শিখর ধাওয়ান কাঁধের চোটের জন্য গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে পারেননি। ঘরের মাঠে বিরাটদের বিরুদ্ধে ধাওয়ানের খেলা নিয়ে অনিশ্চয়তা। তবে বিরাটদের বিরুদ্ধে লিয়াম লিভিংস্টোনের মাঠে নামার জোর সম্ভাবনা। তেমন হলে পঞ্জাবের শক্তি বাড়বে বইকি। আরও একটা বিষয় স্বস্তিতে রাখছে পঞ্জাবকে। আরসিবির বিরুদ্ধে শেষ ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয়ের রেকর্ড রয়েছে প্রীতি জিন্টার দলের।
আরও একটি বিষয় চিন্তার কারণ। লক্ষ্মীবারের মোহালির আবহাওয়ার পূর্বাভাস চিন্তা বাড়িয়েছে। ম্যাচ শুরু হচ্ছে বিকেল ৩.৩০ থেকে। এদিন মোহালির আকাশ থাকবে মেঘলা। দু এক পশলা বৃষ্টিও হতে পারে। ঝড়ের সম্ভাবনাও রয়েছে। ঝড়বৃষ্টি হলে ম্যাচের ছন্দ হারাবে। ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে বৃষ্টি। পিচে ঘাস রয়েছে। পেসাররা সুবিধা পাবেন। ইনিংসের শুরুর সময় একটু সতর্ক হয়ে খেলার প্রয়োজন ব্যাটারদের।