নিয়ম বদলাল Reserve Bank Of India, আপনার ব্যাঙ্কের সুদ কি কমে গেল?
RBI: এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা থাকলে একই হারে সুদ দেবে দেশের সব ব্যাঙ্ক। বাড়তি সুদ দেওয়ার লোভ দেখিয়ে গ্রাহক ভাঙিয়ে নিয়ে আসার দিন শেষ। ফলে, দেশের সরকারি, বেসরকারি ব্যাঙ্কগুলোর স্বাধীনতা বেশ কিছুটা ছেঁটে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
দেশের সব ব্যাঙ্কের জন্য একটা নতুন নিয়ম নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা থাকলে একই হারে সুদ দেবে দেশের সব ব্যাঙ্ক। বাড়তি সুদ দেওয়ার লোভ দেখিয়ে গ্রাহক ভাঙিয়ে নিয়ে আসার দিন শেষ। ফলে, দেশের সরকারি, বেসরকারি ব্যাঙ্কগুলোর স্বাধীনতা বেশ কিছুটা ছেঁটে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যদিও সেভিংস অ্যাকাউন্টে যদি ১ লক্ষের বেশি টাকা থাকে তাহলে অবশ্যই ব্যাঙ্কগুলো নিজেদের ইচ্ছা মতো সুদ দিতে পারবে।
এ ছাড়াও বদলেছে ফিক্সড ডিপোজিটের নিয়মও। এবার থেকে মেয়াদ শেষে আগে কেউ যদি ফিক্সড ডিপোজিট ভাঙতে চায়, তাহলে কত টাকা পেনাল্টি কাটা হবে সেটা ফিক্সড ডিপোজিট শুরুর আগেই জানাতে হবে ব্যাঙ্ককে। তবে, ব্যাঙ্ক এই ক্ষেত্রে কোনও সুদ গ্রাহককে নাও দিতে পার। কিন্তু ওই শুরুতে সেটা জানাতে হবে গ্রাহককে। এ ছাড়াও গ্রাহক না বললে কিন্তু ফিক্সড ডিপোজিট অটো রিনিউয়াল হবে না। এতে সুদ বাড়লে সেই সুবিধাও পাবেন গ্রাহক। নতুন অর্থ বছরের প্রথম দিন থেকেই চালু হবে নতুন এই নিয়ম।
নিয়ম বদলাল Reserve Bank Of India, আপনার ব্যাঙ্কের সুদ কি কমে গেল?
নাগরিকত্ব নিশ্চিত হলে তবে ভোটাধিকার, বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
নগদে ৬০ লক্ষ, অনলাইনে ২ কোটি ৩০ লক্ষ! 'বাবরি'র জন্য দানের পাহাড়
ইন্ডিগোর জবাবে অসন্তুষ্ট DGCA, শাস্তির মুখে পড়বেন ইন্ডিগোর CEO?

