QR কোড স্ক্যান করেই ঢুকল কোটি কোটি টাকা
Babri Masjid: মসজিদ, স্কুল, হাসপাতাল সব মিলিয়ে প্রায় ৩০০ কোটির প্রজেক্টের ঘোষণা করেছেন তিনি। ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে অনুদান। ট্রাস্টের নামেই টাকা আসছে বলে জানা গিয়েছে। ট্রাস্টের অনুমোদনও মিলেছে বলে দাবি মসজিদ কর্তৃপক্ষের। ট্রাস্টে মোট ৯ সদস্য রয়েছেন।
বাবরি মসজিদের অনুদানের জন্য কিউ আর কোড চালু করা হয়েছে। দানবাক্সের পাশাপাশি তার মাধ্যমেও ঢুকছে টাকা। ২ কোটি ৩০ লক্ষ টাকা এসেছে সেই মাধ্যমে। সোমবার সন্ধ্যা পর্যন্ত যে গণনা চলেছে, তাতে সব মিলিয়ে অনুদানের টাকার অঙ্ক ২ কোটি ৯০ লক্ষের বেশি অর্থাৎ প্রায় তিন কোটি। আগামী ২৪ ঘণ্টায় সাড়ে তিন কোটি ছাড়িয়ে যেতে পারে অনুদান।
মোট ১১টি দানবাক্স আনা হয়েছে ইতিমধ্যে। শেষ আপডেট অনুযায়ী, বাক্সগুলি খুলে এখনও পর্যন্ত ৫৭ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।
Latest Videos
QR কোড স্ক্যান করেই ঢুকল কোটি কোটি টাকা
নিয়ম বদলাল Reserve Bank Of India, আপনার ব্যাঙ্কের সুদ কি কমে গেল?
নাগরিকত্ব নিশ্চিত হলে তবে ভোটাধিকার, বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
নগদে ৬০ লক্ষ, অনলাইনে ২ কোটি ৩০ লক্ষ! 'বাবরি'র জন্য দানের পাহাড়

