SIR in Bengal: ১৩ জনের পর রাজ্যে আসছেন আরও ৫ বিশেষ পর্যবেক্ষক, কী কারণ?
SIR: এবার রাজ্যের ডিভিশনগুলিও আলাদা করে পাচ্ছে পর্যবেক্ষক। তালিকায় রয়েছে প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, মালদহ ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, বর্ধমান ডিভিসন। নতুন এই পর্যবেক্ষক নিয়োগ নিয়েই এবার ফের নতুন পর্যবেক্ষক নিয়োগ নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা।
কলকাতা: আগে এসেছিল স্পেশ্যাল ১৩। এবার আরও ৫। সবমিলিয়ে এসআইআরের কাজ খতিয়ে দেখতে বর্তমানে বাংলায় জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। রাজ্য ও জেলাস্তরে নজরদারি চলছিলই। এবার রাজ্যের ডিভিশনগুলিও আলাদা করে পাচ্ছে পর্যবেক্ষক। তালিকায় রয়েছে প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, মালদহ ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, বর্ধমান ডিভিসন। নতুন এই পর্যবেক্ষক নিয়োগ নিয়েই এবার ফের নতুন পর্যবেক্ষক নিয়োগ নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা।
Latest Videos

