PBKS, IPL 2023 : ধাওয়ানের নেতৃত্বে শিখরে ওঠাই লক্ষ্য পঞ্জাব কিংসের

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Updated on: Mar 28, 2023 | 9:00 AM

Punjab Kings Squad Analysis: পঞ্জাব কিংসে এ বার নতুন কী রয়েছে, কেনই বা ফল-বদলের স্বপ্ন দেখছে তারা? প্রথমত, নতুন ক্যাপ্টেন। মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে শিখর ধাওয়ানকে নিয়েছিল পঞ্জাব। তাঁকেই অধিনায়ক করা হয়েছে।

PBKS, IPL 2023 : ধাওয়ানের নেতৃত্বে শিখরে ওঠাই লক্ষ্য পঞ্জাব কিংসের
Image Credit source: BCCI, FILE

Follow us on

মোহালি : নয় নয় করে ‘নয়’ বছর হতে চলল। ট্রফি দূর অস্ত, আইপিএলের প্লে-অফেও জায়গা করে নিতে পারেনি পঞ্জাব। টিমের নাম কিংস ইলেভেন পঞ্জাব থেকে পঞ্জাব কিংস হয়েছে। এ ছাড়াও টিমে এক ঝাঁক বদল হয়েছে। তারপরও পারফরম্যান্সে কোনও বদল হয়নি। এ বারও নতুন কোচ-অধিনায়ক জুটি। অতীত ভুলে নতুন শুরুর প্রত্যাশায় পঞ্জাব কিংস। নিলামের অনেক আগেই ট্রেডিংয়ে শিখর ধাওয়ানকে নিয়েছিল তারা। উদ্দেশ্য ছিল তাঁকে অধিনায়ক করা। যার জন্য মায়াঙ্ক আগরওয়ালকেও ছেড়ে দেয় পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। গত মরসুমে সাতটি করে জয় ও হারে পয়েন্ট টেবলে ষষ্ঠ স্থানে শেষ করেছিল পঞ্জাব কিংস। ট্রেভর বেলিস-শিখর ধাওয়ান জুটিতে কি এ বার সাফল্যের মুখ দেখবে তারা? এর জন্য় অপেক্ষা করতে হবে অনেকটা সময়। কেমন দল গড়েছে তারা, কতটা সম্ভাবনা, বিস্তারিত TV9Bangla-য়।

এক নজরে দেখে নেওয়া যাক এ বার পঞ্জাব কিংসের স্কোয়াড- শিখার ধাওয়ান (অধিনায়ক), ম্যাথু শর্ট, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, জীতেশ শর্মা, শাহরুখ খান, সিকান্দার রাজা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইদে, অর্শদীপ সিং, নাথান এলিস, বলতেজ সিং, স্যাম কারান, কাগিসো রাবাডা, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, হরপ্রীত ভাটিয়া, বিদ্বথ কাভেরাপ্পা, শিবম সিং, মোহিত রাঠি।

ক’দিন আগেই পঞ্জাব শিবিরে বড় ধাক্কা লেগেছে। গত সেপ্টেম্বরে গলফ্ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন ইংল্য়ান্ডের কিপার-ব্যাটার জনি বেয়ারস্টো। আইপিএলেও পাওয়া যাবে না তাঁকে। বেয়ারস্টোর পরিবর্তে ম্য়াট শর্টকে সই করিয়েছে পঞ্জাব। বিগ ব্য়াশে তাঁর পারফরম্যান্স খুবই ভালো। শুরুতে পাওয়া যাবে না দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডাকেও। এই সমস্য়া শুধু পঞ্জাবেরই নয়। আন্তর্জাতিক সূচি শেষে তবেই দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের প্লেয়াররা আইপিএলে যোগ দেবেন। অন্তত প্রথম ম্য়াচে রাবাডাকে পাওয়ার সম্ভাবনা নেই পঞ্জাবের। তাদের প্রথম ম্য়াচ ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

পঞ্জাব কিংসে এ বার নতুন কী রয়েছে, কেনই বা ফল-বদলের স্বপ্ন দেখছে তারা? প্রথমত, নতুন ক্যাপ্টেন। মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে শিখর ধাওয়ানকে নিয়েছিল পঞ্জাব। তাঁকেই অধিনায়ক করা হয়েছে। গত মরসুমে পঞ্জাব কিংসের সর্বাধিক স্কোরার ছিলেন শিখর। ১৪ ম্যাচে ৪৬০ রান করেছিলেন ধাওয়ান। জাতীয় দলে জায়গা হারানোর এ বার তাঁর লক্ষ্য ভালো পারফর্ম করে ফের নীল জার্সিতে ফেরা। মিনি অকশনে তাক লাগিয়ে দিয়েছিল পঞ্জাব কিংস। আইপিএল নিলামে ইতিহাস গড়েছে তারা। স্য়াম কারানকে রেকর্ড দামে কিনেছে তারা। লিয়াম লিভিংস্টোনের ব্যাক আপ হিসেবে নেওয়া হয়েছে জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকে। কোচিং টিমেও পরিবর্তন। অনিল কুম্বলের জায়গায় বিদেশি কোচ ট্রেভর বেলিসকে নিয়েছে পঞ্জাব কিংস। স্পিন বোলিং কোচ হিসেবে সুনীল যোশী, বোলিং কোচ চার্ল ল্য়াঙ্গেভেল্ট এবং সহকারী হিসেবে রয়েছেন ব্র্যাড হ্য়াডিন। খোলনলচে বদলে ফেলা পঞ্জাবের লক্ষ্য়ে রেজাল্টেও বদল।

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla