AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VK-SRK Watch Video: কিং খানের সঙ্গে ‘ঝুমে জো পাঠান’ নাচ কিং কোহলির

Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore : কিং খান এবং কিং কোহলির দেখা হওয়ার অপেক্ষা ছিল। সেই আক্ষেপও মিটল কিছুক্ষণের মধ্যেই। কিং খান দেখা করলেন কিং কোহলির সঙ্গে।

VK-SRK Watch Video: কিং খানের সঙ্গে 'ঝুমে জো পাঠান' নাচ কিং কোহলির
Image Credit: twitter
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 11:53 PM
Share

দীপঙ্কর ঘোষাল : ‘ঝুমে জো পাঠান…’। গানটা বাজছিল ম্যাচের অনেক মুহূর্তেই। নাচ হল ম্যাচ শেষে। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্য়ালেঞ্জার্স ম্য়াচে আকর্ষণ ছিল কং খান ও কিং কোহলি। জয় নিশ্চিত হতেই বক্সে উচ্ছ্বাসে ফেটে পড়লেন শাহরুখ কন্যা-সুহানা। ম্য়াচ জিতলে কিং খান দেখা করবেন নাইটদের সঙ্গে, এমনটাই মনে করা হয়েছিল। সকলের প্রত্যাশা পূরণ হল কিছুক্ষণের মধ্যেই। জুহি, শাহরুখ এবং সুহানা মাঠে নামলেন। এর পরই অনবদ্য একটা মুহূর্ত। শুরুতে নাইটদের সঙ্গে হাত মেলালেন, আলিঙ্গন করলেন শাহরুখ। কিং খান এবং কিং কোহলির দেখা হওয়ার অপেক্ষা ছিল। সেই আক্ষেপও মিটল কিছুক্ষণের মধ্যেই। কিং খান দেখা করলেন কিং কোহলির সঙ্গে। বিরাট হাসি ছড়িয়ে পড়ল গ্যালারিতেও। ঝুমে জো পাঠানে নাচও করলেন শাহরুখ এবং বিরাট কোহলি। বিস্তারিত TV9Bangla-য়।

দীর্ঘ চার বছর পর ঘরের মাঠে ম্যাচে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। মরসুমের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে হার বেশ অস্বস্তিতে রেখেছিল কেকেআর শিবিরকে। শাহরুখ লাক কাজ করল। বিরাট কোহলি, শাহরুখের মঞ্চে অনবদ্য ইনিংস শার্দূল ঠাকুরের। বল হাতেও নিলেন এক উইকেট। ম্য়াচে তাঁর অলরাউন্ড পারফরম্য়ান্স। শাহরুখকে জয় উপহার দিয়ে স্বস্তিতে নাইট শিবির। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট এবং কিং খানের দেখা হওয়ার মুহূর্ত ম্যাচটাকে আরও স্মরণীয় করে রাখল। বলা যেতে পারে ম্যাচের বাইরে সেরা মুহূর্ত এটাই।

ইডেন গার্ডেন্সে এ বারের প্রথম ম্যাচ, কলকাতা নাইট রাইডার্সের মরসুমে প্রথম জয়। ম্যাচ শেষে নাইটদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। টুইটারে তিনি লেখেন- আজকের এই জয় খুবই স্পেশাল। এ বার ইডেন গার্ডেন্সে প্রথম ম্য়াচেই জয়। কলকাতা নাইট রাইডার্সকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী ম্যাচগুলির জন্য়ও শুভেচ্ছা রইল।