Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: যদি পন্থ না পারেন, এঁদের মধ্যেই কাউকে দিল্লির নেতা বাছবেন সৌরভ

Rishabh Pant: ধীরে ধীরে ঋষভ পন্থ আগের অবস্থায় ফিরে আসছেন। কিন্তু এর মাঝেও ক্রিকেট মহলে যে সকল প্রশ্ন বার বার ঘুরে ফিরে আসছে তা হল, তিনি কি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ফিট? তিনি কি উইকেট কিপিং করতে পারবেন? তিনি কি ফিল্ডিং করতে পারবেন? এক ঝাঁক প্রশ্ন রয়েছে। কিন্তু উত্তর নেই। এমনও শোনা গিয়েছে, এ বারের আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন পন্থ। যদি পন্থ তা না পারেন?

IPL 2024: যদি পন্থ না পারেন, এঁদের মধ্যেই কাউকে দিল্লির নেতা বাছবেন সৌরভ
যদি পন্থ না পারেন, এঁদের মধ্যেই কাউকে দিল্লির নেতা বাছবেন সৌরভImage Credit source: X
Follow Us:
| Updated on: Jan 12, 2024 | 9:00 AM

নয়াদিল্লি: নিজেকে ২২ গজে ফেরানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। দিনরাত এক করে পরিশ্রম করছেন। গত বছরের শেষের দিকে শোনা গিয়েছিল এ বছরের আইপিএলের (IPL) সময় ২২ গজে কামব্যাক হবে ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant)। এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে তিনি। ধীরে ধীরে তিনি আগের অবস্থায় ফিরে আসছেন। কিন্তু এর মাঝেও ক্রিকেট মহলে যে সকল প্রশ্ন বার বার ঘুরে ফিরে আসছে তা হল, তিনি কি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ফিট? তিনি কি উইকেট কিপিং করতে পারবেন? তিনি কি ফিল্ডিং করতে পারবেন? এক ঝাঁক প্রশ্ন রয়েছে। কিন্তু উত্তর নেই। এমনও শোনা গিয়েছে, এ বারের আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন পন্থ। যদি পন্থ তা না পারেন? তা হলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একখানা কাজ বাড়বে। ঋষভ পন্থ যেহেতু দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন, তাই তিনি যদি পুরোদমে আইপিএলের সময় খেলতে না পারেন তা হলে দিল্লির দায়িত্ব দলের অন্য কোনও ক্রিকেটারের হাতে তুলে দিতে হবে। পন্থের জায়গায় নেতার দায়িত্বে কাকে বাছবেন সৌরভ?

ঋষভ পন্থ পুরোপুরি সুস্থ না হলে, যে ৩ ক্রিকেটারের হাতে নেতৃত্বর দায়িত্ব তুলে দিতে পারে সৌরভের দিল্লি ক্যাপিটালস —

  • ডেভিড ওয়ার্নার – অস্ট্রেলিয়ার তারকা ওপেনার সদ্য টেস্ট এবং ওডিআই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কিন্তু টি-২০ ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তাঁর ক্যাপ্টেন্সিতে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিল। তিনি দিল্লি ক্যাপিটালস টিমকে ১৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তাতে ৫টিতে জিতেছিল দিল্লি। তাঁর মোট ৮৩টি আইপিএল ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।
  • অক্ষর প্যাটেল – স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ প্লেয়ারের ভূমিকা পালন করেছিলেন। আইপিএলে তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই ঠিকই, কিন্তু তাঁর লিডারশিপ কোয়ালিটি দলকে অন্য মাত্রায় পৌঁছে দিতে পারে। তিনি ২০২৩ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সর্বাধিক হয়ে সবচেয়ে বেশি রান করা ও সবচেয়ে বেশি উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন।
  • মিচেল মার্শ – অক্ষর প্যাটেলের মতো মিচেল মার্শেরও আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই। কিন্তু সৌরভ এই অজি অলরাউন্ডারের উপর দলের দায়িত্ব তুলে দিতে পারেন। ব্যাট হাতে গত মরসুমে ভালো পারফর্ম করতে না পারলেও বল হাতে তিনি সর্বাধিক উইকেট নিয়েছিলেন।