IPL 2024: রিঙ্কুর থেকে ৫ গুণেরও বেশি IPL বেতন পাবেন মাত্র ২ টেস্ট খেলা এই ক্রিকেটার
Rinku Singh: ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন আলিগড়ের ছেলে রিঙ্কু সিং। কেকেআর থেকেই তিনি লাইমলাইটে এসেছিলেন। এখন জাতীয় দলেও নিজের পরিচিতি তৈরি করেছেন ২৬ বছর বয়সী রিঙ্কু সিং। তাঁর প্রতিভা অনুযায়ী তিনি আইপিএল থেকে স্যালারি পান না। একাধিক ক্রিকেটার তাঁর থেকে অনেক গুণ বেশি বেতন পান আইপিএলে। এ বার সেই তালিকায় যোগ দিলেন এক ক্যারিবিয়ান ক্রিকেটার।
কলকাতা: মরুশহরে হওয়া ২০২৪ সালের আইপিএল নিলামে তিনি ছিলেন অবিক্রিত। ভাগ্যের চাকা যে এভাবে ঘুরে যাবে, তা হয়তো কল্পনা করেননি ক্যারিবিয়ান ক্রিকেটার শেমার জোসেফ। ২০২৪ সালের আইপিএলে (IPL 2024) খেলার জন্য হঠাৎই দল পেলেন তিনি। লোকেশ রাহুলের আইপিএল টিম লখনউ সুপার জায়ান্টস নিয়েছে শেমার জোসেফকে (Shamar Joseph)। এ যে গর্বের ওয়েস্ট ইন্ডিজের গাব্বা টেস্ট জয়ের উপহার, তা বলার অপেক্ষা রাখে না। জানলে অবাক হবেন ক্যারিবিয়ান ক্রিকেটার শেমার জোসেফ আইপিএলে যে বেতন পাবেন, তা কেকেআরের তারকা রিঙ্কু সিংয়ের (Rinku Singh) স্যালারির থেকে পাঁচ গুণেরও বেশি। আইপিএল থেকে ঠিক কত বেতন পেতে চলেছেন শেমার, জানেন?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আসন্ন আইপিএলের জন্য পেসার মার্ক উডের পরিবর্ত হিসেবে শেমার জোসেফকে দলে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। ওই বিবৃতিতে জানানো হয়েছে লখনও সুপার জায়ান্টসে শেমার জোসেফ ৩ কোটি টাকা বেতন পাবেন। কেকেআরে রিঙ্কু সিং পান তার থেকে অনেক কম টাকা। নাইট তারকা রিঙ্কুর আইপিএল স্যালারি ৫৫ লক্ষ টাকা। প্রতিভাবান রিঙ্কুর আইপিএল বেতন কবে বাড়বে সেই আশায় রয়েছেন তাঁর অনুরাগীরা।
🚨 NEWS 🚨: Lucknow Super Giants name Shamar Joseph as replacement for Mark Wood. #TATAIPL
Details 🔽https://t.co/RDdWYxk2Vp
— IndianPremierLeague (@IPL) February 10, 2024
ঘরোয়া ক্রিকেটে খেলে নজর কেড়েছিলেন শেমার জোসেফ। ২০২৩ সালের জানুয়ারিতেও তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন। সেখান থেকে এক বছরে বদলে যায় তাঁর ভাগ্য। ২০২৪ সালের জানুয়ারিতে তাঁর ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ডেবিউ হয়েছে। অবশ্য অভিজ্ঞতা বলতে মাত্র ২টি টেস্ট। তিনি ৭টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলেছেন এবং ২টি লিস্ট এ-র ম্যাচ খেলেছেন। ফলে হঠাৎ করে তাঁকে ৩ কোটি টাকা দিয়ে লখনউ টিমে নেওয়ার কারণ অনেকেই বুঝতে পারছেন না। অবশ্য আইপিএলের বিবৃতিতে উল্লেখ করা ছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বায় দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে ঐতিহাসিক জয়ের কারিগর হয়েছেন শেমার। এবং এটাই তাঁর প্রথম আইপিএল মরসুম হতে চলেছে। এই বিবৃতি থেকে অনেকেই ধরে নিয়েছেন যে গাব্বায় নজরকাড়া ইনিংসের জন্যই আইপিএলে দল পেয়ে গেলেন শেমার।