GT vs PBKS IPL 2024 Match Prediction: ঘরের মাঠে ‘হ্যাটট্রিক’-এ নজর শুভমনের, সামনে খোঁচা খাওয়া পঞ্জাব

Gujarat Titans vs Punjab Kings Preview: জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পঞ্জাব কিংস। টানা দু-ম্যাচ হেরে অস্বস্তিতে শিখর ধাওয়ানরা। গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জেতার মতো পরিস্থিতিতেই ছিল পঞ্জাব। যদিও লখনউয়ের অভিষেককারী এক্সপ্রেস গতির পেসার পঞ্জাবের সমস্ত আশায় জল ঢেলেছিল। পঞ্জাবের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। জনি বেয়ারস্টো রানে ফেরায় স্বস্তি ফিরেছে পঞ্জাব শিবিরে। গত ম্যাচে ধাওয়ানের সঙ্গে শতরানের ওপেনিং জুটি গড়েছিলেন।

GT vs PBKS IPL 2024 Match Prediction: ঘরের মাঠে হ্যাটট্রিক-এ নজর শুভমনের, সামনে খোঁচা খাওয়া পঞ্জাব
Image Credit source: X

Apr 04, 2024 | 10:00 AM

ঘরে বাঘ! শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স এ মরসুমে এখনও অবধি এমন পরিস্থিতিতেই। মরসুমের চতুর্থ ম্যাচে নামছে গুজরাট টাইটান্স। তিন ম্যাচের মধ্যে দুটি জয়। দুটি জয়ই এসেছে ঘরের মাঠে। একমাত্র হার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে। আর ঘরের মাঠে জয় এসেছে দুই শক্তিশালী দল। প্রথম ম্যাচটি ছিল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। স্লগ ওভার বোলিংয়ে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল। আর গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মতো শক্তিশালী দলকে হারিয়েছে গুজরাট। শুভমনদের সামনে এ বার খোঁচা খাওয়া পঞ্জাব কিংস।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পঞ্জাব কিংস। টানা দু-ম্যাচ হেরে অস্বস্তিতে শিখর ধাওয়ানরা। গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জেতার মতো পরিস্থিতিতেই ছিল পঞ্জাব। যদিও লখনউয়ের অভিষেককারী এক্সপ্রেস গতির পেসার পঞ্জাবের সমস্ত আশায় জল ঢেলেছিল। পঞ্জাবের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। জনি বেয়ারস্টো রানে ফেরায় স্বস্তি ফিরেছে পঞ্জাব শিবিরে। গত ম্যাচে ধাওয়ানের সঙ্গে শতরানের ওপেনিং জুটি গড়েছিলেন।

গুজরাট টাইটান্সের বোলিং লাইন আপ অনবদ্য। ব্যাটিংয়ে অস্বস্তি যদিও পুরোপুরি কাটেনি। শুভমন গিল, ঋদ্ধিমান সাহা পাওয়ার প্লে কাজে লাগাচ্ছেন। কিন্তু বড় ইনিংস আসছে না। তাদের আরও বড় অস্বস্তি ছিল মিডল অর্ডারে ডেভিড মিলারের ফর্ম। গত ম্যাচে ডেভিড মিলার রানে ফেরায় কিছুটা স্বস্তি ফিরেছে। ব্যাটাররা যদি ভরসা দিতে পারেন, বোলিং নিয়ে চিন্তার জায়গা নেই বললেই চলে। পাওয়ার প্লে-তে আজমতুল্লা ওমরজাই ভরসা দিয়েছেন, আর স্লগ ওভারে ঠান্ডা মাথায় বোলিং মোহিত শর্মার। তবে টানা দুটি হারের পর পঞ্জাব খোঁচা খাওয়া টিম। ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টাই করবেন ধাওয়ানরা।