
কলকাতা: বাইরে বাঘ, ঘরে বিড়াল! এই প্রবাদটা যেন আরসিবির সঙ্গে মিশে গিয়েছিল এই মরসুমে। অবশেষে ঘুঁচলো সেই অপবাদ। বৃহস্পতিবার রাজস্থানকে হারিয়ে এই মরসুমের প্রথম ঘরের মাঠে জয় পেলেন বিরাট কোহলিরা। ম্যাচে দারুণ ব্যাটিং করেন কিং কোহলি। বল হাতে স্লগ ওভারে দারুণ বোলিং জশ হ্যাজলউডের। তাঁরই প্রশংসায় পঞ্চমুখ দলের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।
আইপিএলে রাজস্থান রয়্যালসকে ১১ রানে পরাজিত করার পর আরসিবির হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, জশ হ্যাজলউড একজন বিশ্বমানের বোলার। তিনি জানেন কোন ফর্ম্যাটে কোন মুহূর্তে কোন ডেলিভারি করতে হয়। আরসিবি নিজেদের ঘরের মাঠে চার ম্যাচ পরে প্রথম জয় পেল বৃহস্পতিবার রাতে। পয়েন্ট টেবলের ৩ নম্বরে উঠে এল বিরাটরা। হ্যাজলউডের ডেথ ওভারের বোলিং বিশাল প্রভাব ফেলেছে এই ম্যাচে। অজি খেলোয়াড় এই ম্যাচে মূল্যবান চার উইকেট নিয়েছেন। বলা যেতে পারে, তাঁরই জন্য ম্যাচ জিতেছে আরসিবি।
হেড কোচ ফ্লাওয়ার বলেছেন, “আমি ওর শেষ দু’ওভারের কথাই বলব। কারণ শেষ দু’ওভারে মাত্র ৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছে ও। শেষ দুটি ওভারেই দারুণ বল করেছে হ্যাজেলউড।” তিনি আরও যোগ করেন, “ও একজন বিশ্বমানের বোলার। যে কোনো ফর্ম্যাটেই চাপের মুখে দুর্দান্ত বোলার। জস হেভি লেন্থ বোলিংয়ের জন্য পরিচিত। কিন্তু দুর্দান্ত অলরাউন্ড দক্ষতাও আছে। ইয়র্কার, ওয়াইড ইয়র্কার, স্লোয়ার সহ নানা বৈচিত্র থাকে বোলিংয়ে। আসলে জস জানে, কোন সময়ে কোন ধরনের বল করতে হয়।”
জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ফ্লাওয়ার বলেছেন পেস আক্রমণই আরসিবির সবচেয়ে বড় সম্পদ। আরসিবি কোচের কথায়, “আমি মনে করি ভুবনেশ্বর কুমার এই মরসুমে দুর্দান্ত বোলিং করছে। যশ দয়াল এই ম্যাচের শেষ ওভারে আবারও অসাধারণ পারফর্ম করল। চাপের মুখে বারবার ইয়র্কার বোলিং করার সময় সে অসাধারণ দক্ষতা দেখিয়েছে।” দলের পেস বোলিং নিয়ে তিনি বলেন, “আমি মনে করি এই মরসুমে এখনও পর্যন্ত এই তিন পেস বোলার দলের হয়ে দুর্দান্ত খেলছে।”