Vaibhav Suryavanshi: আবির্ভাবেই বিস্ময়বালক! বৈভবের জন্য বিরাট অর্থ পুরস্কার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের

Rajasthan Royals vs Gujarat Titans: গুজরাটের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রান করায় মুগ্ধ বিহারের মুখ্যমন্ত্রী নিজেও। এতটাই মুগ্ধ যে বৈভবের জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কী সেই পুরস্কার?

Vaibhav Suryavanshi: আবির্ভাবেই বিস্ময়বালক! বৈভবের জন্য বিরাট অর্থ পুরস্কার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের
Image Credit source: PTI

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 29, 2025 | 7:44 PM

কলকাতা: সাবালক আইপিএলে এসেই কামাল বিহারের নাবালকের। আইপিএলের ইতিহাসে সমস্ত ভারতীয়কে পিছনে ফেলে দিয়েছেন ১৪ বছরের বিস্ময়বালক। তাঁর এই কৃতিত্বে বিস্মিত গোটা বিশ্ব। মিতালি রাজ থেকে শুরু করে সচিন তেন্ডুলকর— সকলেই মুগ্ধ তাঁর ইনিংসে। গুজরাটের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রান করায় মুগ্ধ বিহারের মুখ্যমন্ত্রী নিজেও। এতটাই মুগ্ধ যে বৈভবের জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কী সেই পুরস্কার?

গুজরাটের বোলিং ইউনিটকে তাঁর বিধ্বংসী ব্যাটিং দিয়ে এককথায় গুঁড়িয়ে দেন বৈভব। শেষে প্রসিধ কৃষ্ণার ইয়র্কারে ইনিংস শেষ হয় বৈভবের। তবে ডু-অর-ডাই ম্যাচে রাজস্থানকে প্রয়োজনীয় দু’পয়েন্ট পেতে বৈভবের অবদান বিশাল। ওই রেকর্ড ব্রেকিং ইনিংসেই মুগ্ধ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও।

এক্স হ্য়ান্ডেলে একটি পোস্ট করে বৈভবকে শুভেচ্ছা জানান নীতিশ কুমার। এবং সেখানেই তিনি বৈভবের জন্য ১০ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছেন। পোস্টটিতে তিনি লিখেছেন, ‘বিহারের বৈভব সূর্যবংশীকে অনেক শুভেচ্ছা। আইপিএলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ন হয়েছেন বৈভব। কঠোর পরিশ্রম ও ট্যালেন্ট ওকে ভারতীয় ক্রিকেটের নতুন আশা হিসেবে তুলে ধরেছে। ২০২৪ সালে বৈভব এবং ওর বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন আমি ওকে ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছিলাম। আজকের দূরন্ত পারফরম্যান্সের পর ফোন করে অভিনন্দনও জানিয়েছি। বৈভবকে ওর পারফরম্যান্সের জন্য সরকারের তরফ থেকে ১০ লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হবে। আমি কামনা করি যেন বৈভব ভারতীয় দলের হয়ে অনেক রেকর্ড বানাবে এবং দেশের হয়ে গৌরব বয়ে আনবে।’