AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK vs DC Confirmed Playing XI, IPL 2025: ঋতুই ক্যাপ্টেন, CSK-র নেতৃত্বে ফিরলেন না ধোনি; দুই দলের একাদশে কয়েকটি বদল

Chennai Super Kings vs Delhi Capitals, Confirmed Playing XI in Bengali: গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হয়তো নেতৃত্বে দেখা যাবে না ঋতুরাজ গায়কোয়াড়কে। শনি-বিকেলে তেমনটা দেখা গেল না। টস করলেন ঋতু। জানুন কেমন হল দুই দলের একাদশ?

CSK vs DC Confirmed Playing XI, IPL 2025: ঋতুই ক্যাপ্টেন, CSK-র নেতৃত্বে ফিরলেন না ধোনি; দুই দলের একাদশে কয়েকটি বদল
ঋতুই ক্যাপ্টেন, CSK-র নেতৃত্বে ফিরলেন না ধোনি; রইল দুই দলের একাদশ
| Updated on: Apr 05, 2025 | 3:46 PM
Share

কলকাতা: চেন্নাই দুর্গে মহেন্দ্র সিং ধোনি সিএসকে টিমকে নেতৃত্ব দিচ্ছেন। এই দৃশ্য ইয়েলোব্রিগেডের অনুরাগীরা মন থেকে দেখতে চাইছিলেন। গত কয়েকদিন ধরে এই নিয়ে আলোচনাও হচ্ছিল। সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় চোট পেয়েছিলেন। যে কারণে শোনা যাচ্ছিল তাঁর অনুপস্থিতিতে ধোনি যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেতৃত্ব দিতে পারেন। কিন্তু শনি-বিকেলে সিএসকে ও দিল্লির টসের সময় তাল কাটল সকলের। কারণ অক্ষর প্যাটেলের পাশে দাঁড়িয়ে টস করলেন ঋতুরাজ গায়কোয়াড়ই। তা থেকেই পরিষ্কার, মাহিকে অন্তত আজকের ম্যাচে নেতৃত্বে দেখা যাবে না।

চিপকে টস ভাগ্য সঙ্গ দেয়নি ঋতুরাজের। টস জেতেন দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। এরপর তিনি বলেন, “আমরা প্রথমে ব্যাটিং করব। পিচ দেখে মনে হচ্ছে বোলাররা সাহায্য পাবে। আশা করছি ম্যাচ যত এগোবে পিচ তত স্লো হবে। ফাফ ডু’প্লেসি ফিট নন। তাঁর জায়গায় একাদশে আজ এসেছেন সমীর রিজভি।”

চোট সারিয়ে ওঠা সিএসকে অধিনায়ক টসের পর বলেন, “টস জিতলে আমরা প্রথমে ব্যাট করতাম। পিচ খানিক শুষ্ক দেখাচ্ছে। হালকা মেঘ রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে লয় ধরে রাখাটাই আসল। দলের সকলের মধ্যে আলোচনা হয়েছে কীভাবে ভালো পারফর্ম করা যায়। আমরা প্রতি ম্যাচে ফিল্ডিং উন্নত করার চেষ্টা করছি। আমার কনুই ঠিক আছে। একাদশে জোড়া বদল। ওভার্টনের জায়গায় এসেছেন কনওয়ে। আর ত্রিপাঠীর জায়গায় এসেছেন মুকেশ।”

চেন্নাই সুপার কিংসের একাদশ – ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড়, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মুকেশ চৌধুরি, খলিল আহমেদ, মাতিশা পাথিরানা।

ইমপ্যাক্ট বিকল্প – শিবম দুবে, কমলেশ নাগরকোটি, জেমি ওভার্টন, শেখ রশিদ, নাথান এলিস।

দিল্লি ক্যাপিটালসের একাদশ – লোকেশ রাহুল, জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, ত্রিস্টান স্টাবস, সমীর রিজভি, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, মোহিত শর্মা।

ইমপ্যাক্ট বিকল্প – মুকেশ কুমার, করুণ নায়ার, দর্শন নালকান্ডে, ডোনোভান ফেরেইরা ও ত্রিপুর্ণ বিজয়।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।