IPL 2025: দিল্লি ক্যাপিটালসে হ্যারি ব্রুকের বদলি ‘টলিউড’ অভিনেতা! আর কারা দৌড়ে?

Mar 11, 2025 | 5:03 PM

IPL 2025, Delhi Capitals: মরসুম শুরুর আগেই বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন হ্যারি ব্রুক। তাঁর পরিবর্ত হিসেবে যে তিন ক্রিকেটার দিল্লি ক্যাপিটালসে আসতে পারেন। তালিকায় রয়েছেন সদ্য 'টলিউড'-এ অভিষেক করা এক ক্রিকেটারও।

IPL 2025: দিল্লি ক্যাপিটালসে হ্যারি ব্রুকের বদলি টলিউড অভিনেতা! আর কারা দৌড়ে?
Image Credit source: PTI FILE

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ২২ মার্চ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নামছে আরসিবির বিরুদ্ধে। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টের তৃতীয় দিন অভিযান শুরু করছে দিল্লি ক্যাপিটালস। তাদেরই প্রাক্তন ক্যাপ্টেন ঋষভ পন্থের লখনউয়ের বিরুদ্ধে অভিযান শুরু দিল্লির। যদিও মরসুম শুরুর আগেই বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন হ্যারি ব্রুক। তাঁর পরিবর্ত হিসেবে যে তিন ক্রিকেটার দিল্লি ক্যাপিটালসে আসতে পারেন। তালিকায় রয়েছেন সদ্য ‘টলিউড’-এ অভিষেক করা এক ক্রিকেটারও।

গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক। তাঁকে রিটেন করেনি সানরাইজার্স। আইপিএলের মেগা অকশনে তাঁকে ৬.২৫ কোটিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। বেস প্রাইসের চেয়ে তিনগুণ দামে নেওয়া হ্যারি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অকশনের আগেই বোর্ডের পক্ষ থেকে কড়া নিয়মের কথা জানানো হয়েছিল। এমনকি গুরুতর চোট ছাড়া, কোনও প্লেয়ার সরে দাঁড়ালে তাঁকে আইপিএলে ২ বছরের জন্য নির্বাসিতও করা হতে পারে। হ্যারি ব্রুকও সেই শাস্তির মুখে পড়তে পারেন।

হ্যারি ব্রুকের পরিবর্ত হিসেবে দিল্লি ক্যাপিটালসে আবারও ফিরতে পারেন ডেভিড ওয়ার্নার। সদ্য টলিউড ইন্ড্রাস্ট্রি অর্থাৎ তেলেগু সিনেমায় অভিনয় করেছেন ওয়ার্নার। গত আইপিএলে দিল্লিতেই ছিলেন। এ বার আর তাঁকে রিটেন করা হয়নি। অকশনেও টিম পাননি। ওয়ার্নার ছাড়াও দৌড়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস। মেগা অকশনে সুযোগ পাননি বেবি এবি। আর এক প্লেয়ারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। বয়সটা বেশি হলেও গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এ ছাড়াও দেশের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছেন।