
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরুটা দুর্দান্ত হয়েছিল মিচেল স্টার্কের। মাঝে দুটো ম্যাচ কিছুটা হলেও হতাশ করেছেন। চ্যাম্পিয়ন বোলার অবশ্য ঘুরে দাঁড়াতে সময় নেননি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত মিচেল স্টার্ক। নতুন টিম, তবে পারফরম্যান্সে সেই পুরোনো মেজাজ। তাঁর দুরন্ত বোলিংয়েই রাজস্থানের কার্যত জেতা ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও নিজের বোলিং জাদুতে বাজিমাত। লিগের প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে দিল্লি ক্যাপিটালস। মাঝে এক ম্যাচে হার। রাজস্থানকে হারিয়ে ফের লিগ শীর্ষে দিল্লি। কী বলছেন দিল্লির জয়ের নায়ক মিচেল স্টার্ক?
বুধবার নিজেদের ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুপার ওভারে জয় ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। এই মরসুমে প্রথম কোনও ম্যাচের ফয়সালা হল সুপার ওভারে। ম্যাচে একের পর এক ইয়র্কার করতে দেখা যায় বাঁ হাতি অজি পেসার মিচেল স্টার্ককে। ম্যাচের সেরার পুরস্কারও জেতেন। নিজের পরিকল্পনার উপর ভরসা ছিল, ম্যাচ শেষে এমনটাই জানান স্টার্ক।
ম্যাচের শেষ ওভারে বল করতে এসে অবিশ্বাস্য বোলিং করেন স্টার্ক। শেষ ওভারে রয়্যালসের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৯ রান। স্টার্ক শেষ ওভারে মাত্র আট রান দিয়ে সুপার ওভারে ম্যাচ নিয়ে যান। সুপার ওভারেও নায়ক। ম্যাচ শেষে স্টার্ক বলেছেন, “নিজের দক্ষতার উপর সবসময় ভরসা রাখি। একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। কখনও ভাগ্য সঙ্গ দেয়, কখনও দেয় না। এটা দারুণ একটা ম্যাচ ছিল। অমি এরকম অনেক ম্যাচ খেলেছি, খুব পরিচিত পরিস্থিতি। এমন ম্যাচ আমার কাছে খুব সাধারণ ব্যাপার।”