IPL 2025, Digvesh Rathi: নোটবুক-পিচবুক! ফের ঝামেলায় জড়ালেন দিগ্বেশ রাঠি

Lucknow Super Giants vs Sunrisers Hyderabad: শুরুটা হয়েছিল পঞ্জাব কিংসের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্যকে ফিরিয়ে। তাঁর সেলিব্রেশনের জন্য একাধিক বার জরিমানাও করা হয়েছে। এ দিন ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিষেক শর্মার সঙ্গে তর্কাতর্কি দিগ্বেশের।

IPL 2025, Digvesh Rathi: নোটবুক-পিচবুক! ফের ঝামেলায় জড়ালেন দিগ্বেশ রাঠি
Image Credit source: ScreenGrab

May 19, 2025 | 11:06 PM

এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম আবিষ্কার বলা যায় দিগ্বেশ রাঠিকে। দিল্লির ক্রিকেটার। লখনউ সুপার জায়ান্টসে খেলছেন। তবে পারফরম্যান্সের জন্য যত না আলোচনায়, তার চেয়ে অনেক বেশি সেলিব্রেশনের কারণে। কার্যত প্রত্যেক ম্যাচেই ঝামেলায় জড়িয়েছেন দিগ্বেশ রাঠি। শুরুটা হয়েছিল পঞ্জাব কিংসের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্যকে ফিরিয়ে। তাঁর সেলিব্রেশনের জন্য একাধিক বার জরিমানাও করা হয়েছে। এ দিন ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিষেক শর্মার সঙ্গে তর্কাতর্কি দিগ্বেশের। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিয়ো।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে নানা রকমের ইউনিক সেলিব্রেশনই দেখা যায়। দিগ্বেশ রাঠির ক্ষেত্রে নোটবুক সেলিব্রেশন ট্রেডমার্ক হয়ে উঠেছে। পঞ্জাব কিংসের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্যকে ফিরিয়ে এমন নোটবুক সেলিব্রেশন করেছিলেন দিগ্বেশ। এরপর আরও বেশ কিছু ম্যাচে। জরিমানার পর কলকাতার মাঠে সেই সেলিব্রেশনের আরও একটা পরিবর্তন দেখা যায়। মূলত উইকেট নেওয়ার পর হাতে কিছু ‘নোট’ করে রাখার ইঙ্গিত করেন দিগ্বেশ। ইডেনে কেকেআরের বিরুদ্ধে দেখা যায়, মাঠের মধ্যেই নোট করে রাখছেন।

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মরনবাঁচন ম্যাচ লখনউয়ের। আর তাতেই বিধ্বংসী ব্যাটিং করতে থাকা অভিষেক শর্মাকে ফিরিয়ে কিছু একটা বলেন দিগ্বেশ। অভিষেক শর্মাও পাল্টা জবাব দেন। তর্কাতর্কি শুরু হয়ে যায়। দিগ্বেশকে থামানোর চেষ্টা করেন লখনউয়ের নতুন বিদেশি পেসার উইল ও’রুরকি। দুই অনফিল্ড আম্পায়ারও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মাঠ ছাড়ার আগে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় অভিষেক-দিগ্বেশের।