AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RCB Vs PBKS IPL 2025 Final Match Report: বিরাটের কেরিয়ারে ‘১৮’ এল নেমে, নতুন চ্যাম্পিয়ন পেল আইপিএল

IPL 2025 Final Match Report of Royal Challengers Bengaluru Vs Punjab Kings: ঠোঁট ও চায়ের কাপের দূরত্ব মেটা অবধি ভরসা ছিল না। এতদিন মরসুম শুরুর আগে বলতে পারলেও টুর্নামেন্টে শেষে হতাশাই ছিল বিরাট কোহলিদের। অবশেষে আরসিবি সমর্থকরা বলতে পারছেন, ই সালা কাপ নামদে।

RCB Vs PBKS IPL 2025 Final Match Report: বিরাটের কেরিয়ারে '১৮' এল নেমে, নতুন চ্যাম্পিয়ন পেল আইপিএল
Image Credit: BCCI
| Updated on: Jun 04, 2025 | 12:04 AM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন পাওয়া ছিল অপেক্ষা। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ট্রফির খোঁজে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। দু-দলের কাছেই অধরা ছিল ট্রফি। ১৮তম সংস্করণ ১৮ নম্বর জার্সির কিংবদন্তি বিরাট কোহলির জন্যই। শুরু থেকে এমন স্লোগান উঠেছে। কিন্তু ঠোঁট ও চায়ের কাপের দূরত্ব মেটা অবধি ভরসা ছিল না। এতদিন মরসুম শুরুর আগে বলতে পারলেও টুর্নামেন্টে শেষে হতাশাই ছিল বিরাট কোহলিদের। অবশেষে আরসিবি সমর্থকরা বলতে পারছেন, ই সালা কাপ নামদু।

এ মরসুমে ট্রফি জেতার ক্ষেত্রে তিন মাথার প্ল্যানিংকে বেশি ভরসা করা হচ্ছিল। মো বোবাত, কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবং ব্যাটিং কোচ দীনেশ কার্তিক। অকশনে তাঁদের প্ল্যানিংস নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তারকার পিছনে না ছুটে একটা ব্যালান্স টিম গড়তে চেয়েছিলেন। ফাইনালে সেই ব্যালান্সটা আরও একবার দেখা গেল। ব্যাটিংয়ে বিরাটের অ্যাঙ্কর ইনিংস, তাঁকে বৃত্ত করে বাকিরা ক্যামিও ইনিংস খেলে গেলেন।

আরসিবির ব্য়াটিং দক্ষতা বরাবরই ভরসা দিয়েছে। কিন্তু বোলিং এ বারের টার্নিং পয়েন্ট। ফাইনালে বিশেষ করে বলতে হয় ক্রুনাল পান্ডিয়ার কথা। তাঁর স্পেল প্রথম টার্নিং পয়েন্ট। শেষ দিকে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের অনবদ্য বোলিং। পুরো টুর্নামেন্টেই বোলিং পারফরম্যান্স নজর কেড়েছে। বোর্ডে ১৯০ রানের পুঁজি থাকায় আরসিবি সমর্থকরা অস্বস্তিতে ছিলেন। এই পিচে ২০০ চেজ করা সহজ। কিন্তু স্কোর বোর্ড প্রেশার এবং বোলিং আক্রমণের দুর্দান্ত পারফরম্যান্স। অবশেষে বিরাটের ঝুলিতে ট্রফি।

প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের কাছে অপেক্ষা বাড়ল। তারা যেন বলতেই পারে, আপনা টাইম আয়েগা। টুর্নামেন্টে অনবদ্য পারফর্ম করেছে পঞ্জাব কিংস। ফাইনালে কোনও এক দলকে হারতেই হত। সেই জায়গায় কিংস। তবে সব হতাশাই যেন ঢেকে গিয়েছে বিরাটের জয়ে।