Yuzvendra Chahal Hat-Trick: আইপিএলের ১৮তম সংস্করণে অবশেষে হ্যাটট্রিক! যুজবেন্দ্র চাহালের ট্রেডমার্ক সেলিব্রেশন

IPL 2025, CSK vs PBKS: বরুণ চক্রবর্তীর মতো অনেকেই এ মরসুমে হ্যাটট্রিকের কাছে পৌঁছেছিলেন। কিন্তু হ্যাটট্রিক কিছুতেই আসছিল না। অবশেষে চেন্নাইয়ের মাঠে সেই মুহূর্তও এল। আইপিএলের ১৮তম সংস্করণের প্রথম হ্যাটট্রিক।

Yuzvendra Chahal Hat-Trick: আইপিএলের ১৮তম সংস্করণে অবশেষে হ্যাটট্রিক! যুজবেন্দ্র চাহালের ট্রেডমার্ক সেলিব্রেশন
Image Credit source: BCCI

May 01, 2025 | 3:19 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণে একটা আক্ষেপ ছিল কি? বলা যেতেই পারে। সেঞ্চুরি দেখা গিয়েছে। চোখ ধাঁধানো ক্যাচও। আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন বৈভব সূর্যবংশী। ব্যাটারদের জন্য নানা স্মরণীয় মুহূর্তই দেখা গিয়েছে। কিন্তু বোলারদের জন্য় একটা আক্ষেপ যেন ছিলই। বরুণ চক্রবর্তীর মতো অনেকেই এ মরসুমে হ্যাটট্রিকের কাছে পৌঁছেছিলেন। কিন্তু হ্যাটট্রিক কিছুতেই আসছিল না। অবশেষে চেন্নাইয়ের মাঠে সেই মুহূর্তও এল। আইপিএলের ১৮তম সংস্করণের প্রথম হ্যাটট্রিক যুজবেন্দ্র চাহালের সৌজন্যে।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড রয়েছে যুজবেন্দ্র চাহালের ঝুলিতেই। এ বারের মরসুমেও দুর্দান্ত পারফর্ম করে চলেছেন চাহাল। এর আগে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচেও হ্যাটট্রিকের সুযোগ এসেছিল যুজবেন্দ্র চাহালের। যদিও তা পূরণ হয়নি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন চাহাল। তাঁর কেরিয়ারের দ্বিতীয় আইপিএল হ্যাটট্রিক।

চেন্নাইয়ের বিরুদ্ধে স্পেলের প্রথম দু-ওভারে প্রচুর রান খরচ করেছিলেন যুজবেন্দ্র চাহাল। ইনিংসের ১৯তম ওভারে কামাল। দ্বিতীয় ডেলিভারিতে ফেরান মহেন্দ্র সিং ধোনিকে। পরের বলে ২ রান দীপক হুডা। এরপরই চাহালের কামাল। চতুর্থ, পঞ্চম ও ওভারের শেষ বলে ফেরান যথাক্রমে দীপক হুডা, অংশুল কম্বোজ এবং নুর আহমেদকে। সব মিলিয়ে ৩ ওভারে ৩২ রান দিয়ে ৪ উইকেট চাহালের।