কলকাতা: আশঙ্কা ছিলই। তাই ঘটল শেষ পর্যন্ত। নতুন নিয়মের কোপে পড়লেন দিল্লি ক্যাপিটালসের বিদেশি ক্রিকেটার। আইপিএলে ২ বছর আর অংশ নিতে পারবেন না হ্যারি ব্রুক। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। কোনও ক্রিকেটারের চোট আঘাত সংক্রান্ত ব্যাপার থাকলে কড়া পদক্ষেপ করতে কখনওই দেখা যায়নি। কিন্তু ইংল্যান্ডের এই ক্রিকেটার জাতীয় টিমের কারণে আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। তাতে দিল্লি ক্যাপিটালস বেশ চাপে পড়েছে। এই কারণেই বিসিসিআই বড় সিদ্ধান্ত নিল।
মেগা নিলামে দিল্লি প্রায় সাড়ে ৬ কোটি টাকায় কিনেছিল হ্যারিকে। তার আগের বছর দিল্লিতেই খেলেছিলেন ৪ কোটি টাকায়। কিন্তু ঠাকুমার মৃত্যুর কারণে খেলতে পারেননি আইপিএল। সেই হ্যারির হঠাৎ করে আইপিএল থেকে নাম তুলে নেওয়া ভালো ভাবে নেয়নি দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিকরা। সেই কারণেই এই সিদ্ধান্ত নিল। বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, আইপিএলের নিলামে রেজিস্ট্রেশনের পর কোনও দল নিলাম থেকে কিনলে, তিনি আর নাম প্রত্যাহার করতে পারবেন না। যদি করেন তা হলে আর ২ বছর খেলতে পারবেন না ওই ক্রিকেটার।
বোর্ডের এক কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘২ বছরের জন্য ওকে যে নির্বাসিত করা হচ্ছে আইপিএল থেকে, ইসিবি তো বটেই, হ্যারি ব্রুককে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে। আইপিএলে রেজিস্ট্রেশনের সময়ই এই নিয়ম প্রত্যেককে জানানো হয়েছিল। বোর্ডের এই নিয়ম সবাইকে মানতে হবে।’