In Depth Priyansh Arya: শুরু থেকে আরও সুন্দর, প্রিয়াংশ আর্যকে তুলনা যুবির সঙ্গে!
IPL 2025, PBKS: পঞ্জাবের চতুর্থ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ৩৯ বলে শতরান। আইপিএলের দ্রুততম শতরানের নিরিখে চতুর্থ স্থানে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন আর্য। রেকর্ড যে ভাবে ভাঙছেন আর গড়ছেন, ভবিষ্যৎ যে উজ্জ্বল, সন্দেহ নেই কারওই।

৫০ বলে ১২০ রানের বিধ্বংসী ইনিংস। আর সেই ইনিংসেই ছয় বলে ছটি ছক্কা হাঁকানোর কীর্তি। ১০ ইনিংসে ৬০ উপর গড়ে ৬০৮ রান। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের সামনে বোলাররা বল ফেলার জায়গাই খুঁজে পাচ্ছিলেন না। তাঁকে দেখলেই মনে পড়ে যাচ্ছে যুবরাজ সিংয়ের বিধ্বংসী ব্য়াটিং। পঞ্জাব কিংসের ২৪ বছর বয়সী নতুন ওপেনার প্রিয়াংশ আর্য। ভারতীয় টিমে জায়গা না পেয়েই ইতিহাসে ঠাঁই হয়েছে তাঁর। অনেকেই তাঁকে বলতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটের নতুন যুবি।
আইপিএলের মেগা নিলামে পঞ্জাব কিংস তাঁকে নেয় প্রায় চার কোটি টাকায়। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, চলতি মরসুমে সকলকে চমকে দিয়ে প্রমাণ করেছেন প্রিয়াংশ আর্য। প্রথম ম্যাচেই গুজরাটের বিরুদ্ধে মাঠে নেমে ২৩ বলে ৪৭ রানের ইনিংস। পঞ্জাবের চতুর্থ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ৩৯ বলে শতরান। আইপিএলের দ্রুততম শতরানের নিরিখে চতুর্থ স্থানে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন আর্য। রেকর্ড যে ভাবে ভাঙছেন আর গড়ছেন, ভবিষ্যৎ যে উজ্জ্বল, সন্দেহ নেই কারওই।
দিল্লির এক সাধারণ পরিবারে জন্ম। বাবা-মা দুজনেই শিক্ষক। প্রিয়াংশের বাবা-মা দু’জনেই তাঁর ক্রিকেটার হওয়ার স্বপ্ন সফল করতে চেয়েছিলেন। পরিবার থেকে পূর্ণ সমর্থন তাঁকে স্বপ্নের পথে এগিয়ে দিয়েছিল। ছেলেবেলায় বন্ধুদের সঙ্গে গলি ক্রিকেট খেলার সময় থেকেই আগ্রাসী ব্যাটিং করতেন। মাত্র সাত বছর বয়সে সঞ্জয় ভরদ্বাজের কোচিংয়ে তাঁর ট্রেনিং শুরু। কোচ সঞ্জয় ভরদ্বাজের হাত ধরে একসময় উঠে এসেছেন গৌতম গম্ভীরের মতো তারকা। সেই তিনিই এবার জন্ম দিলেন আরও এক তারকার।
আর্যর টি-টোয়েন্টি কেরিয়ার শুরু ২০২১ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে। এখানেই তাঁর প্রতিভা তুলে ধরেছিলেন। বছর দুয়েক পর মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ রান করেন। নিজেকে একজন দারুণ ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেন। টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় ২০২৪ সালে শুরু হওয়া দিল্লি প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টে চোখ ধাঁধানো পারফরম্যান্স। সব মিলিয়ে ৬০৮ রান। পুরানি দিল্লির বিরুদ্ধে অপরাজিত ১০৭ রানের ইনিংস। নর্থ দিল্লি স্ট্রাইকারদের বিরুদ্ধে ৫০ বলে ১২০ রানের বিধ্বংসী ইনিংস। যে ম্যাচে এক ওভারেই ৬ ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। এখান থেকেই উত্থান। আর পিছন ফিরে দেখেননি প্রিয়াংশ।
ওডিআই ফর্ম্যাটে বিশেষ ভালো খেলতে পারেননি আর্য। লিস্ট’এ’ ক্রিকেটে সাত ম্যাচে ১০৫-এর স্ট্রাইক রেটে ৭৭ রান করেছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এখনও অবধি ১৮ ম্যাচ খেলে ১৬৬-এর স্ট্রাইক রেটে ৫৭৩ রান করেছেন প্রিয়াংশ, যা চমকপ্রদ। তাঁর ঝুলিতে রয়েছে ১ টি সেঞ্চুরি আর ৩ টি হাফ-সেঞ্চুরি। কিন্তু টি-টোয়েন্টি মানে প্রিয়াংশ এখন নতুন যুবি। প্রতি ম্যাচে করছেন আগুনে ব্যাটিং।
