Vaibhav Suryavanshi ভিডিয়ো: ‘বিরাট ভাইয়েরও এত নেই’, বৈভব সূর্যবংশীকে ‘ব়্যাগিং’ সতীর্থর!

Kolkata Knight Riders vs Rajasthan Royals: এমন এক সেঞ্চুরি হাঁকিয়েছেন যে বিশ্বের ক্রিকেট দরবারে তাঁর জয়জয়কার পড়ে গিয়েছে। যদিও সেঞ্চুরির পরের ম্যাচেই সিলভার ডাক। সাফল্যে যেমন আনন্দ করতে হবে, ব্যর্থতা থেকে কী ভাবে ঘুরে দাঁড়ান, সে দিকেই নজর।

Vaibhav Suryavanshi ভিডিয়ো: বিরাট ভাইয়েরও এত নেই, বৈভব সূর্যবংশীকে ব়্যাগিং সতীর্থর!
Image Credit source: PTI

May 03, 2025 | 1:51 PM

বৈভব সূর্যবংশীর জীবনে নতুন এক অধ্যায়ের জন্ম দিল ২০২৫ সাল। গত বছর জেড্ডায় আইপিএলের মেগা অকশনেই এই অধ্যায়ের শুরু হয়ে গিয়েছিল। টুর্নামেন্টের শুরুতেই সুযোগ আসেনি। যখন এসেছে তাঁর পূর্ণ ব্যবহার করেন বৈভব। মাত্র ১৪ বছর বয়সে এমন এক সেঞ্চুরি হাঁকিয়েছেন যে বিশ্বের ক্রিকেট দরবারে তাঁর জয়জয়কার পড়ে গিয়েছে। যদিও সেঞ্চুরির পরের ম্যাচেই সিলভার ডাক। সাফল্যে যেমন আনন্দ করতে হবে, ব্যর্থতা থেকে কী ভাবে ঘুরে দাঁড়ান, সে দিকেই নজর। সেই বৈভবেরই একটি মজার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

কেকেআরের প্রাক্তনী নীতীশ রানা এ বার রাজস্থান রয়্যালসে। তাঁর সঙ্গে বৈভবের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নীতিশ রানার কাছে একটি ব্যাটের আবদার করছে বৈভব। সেখানেই দলের সবচেয়ে ছোট সতীর্থর সঙ্গে মজা করতে দেখা যায় নীতিশ রানাকে। ভিডিয়োটিতে নীতিশকে বলতে শোনা যায়, ‘আমি তোকে ৫টা ব্য়াট দিচ্ছি। কিন্তু যদি তোর কাছে মোট ব্যাটের সংখ্য়া যদি ১৪-র উপরে যায় তা হলে…।’

তখন বৈভব বলেন, ‘না না আমার একটা ব্যাট হলেই চলবে। আর আমার কাছে ১৪টার বেশি ব্যাট থাকার কথা যেটা বলছ, আমি কথা দিচ্ছি আমার বয়সের থেকে বেশি ব্য়াট থাকলে তুমি যাকে বলবে আমি তাকেই একটা দিয়ে দেব। আর আমার ৫টা চাই না, একটাই চাই।’

আবার বৈভবের সঙ্গে মজা করে নীতিশ বলে, ‘আমার ব্যাট। আমার ইচ্ছে, আমি কটা দেব। তার মানে তোর কাছে কি ১০টা ব্যাট আছে? ১০টা ব্য়াট অনেক ভাই। এত ব্য়াট তো বিরাট ভাইয়ের কাছেও থাকে না।’

আইপিএলের প্লে অফে যাওয়ার দৌড় থেকে ছিটকে গিয়েছে রাজস্থান। এখন তাদের কাছে বাকি ম্যাচ খোলামনে খেলার। খোশমেজাজেই দেখা গেল রাজস্থানের দুই ক্রিকেটারকে। কথোপকথন থেকে বোঝাই যাচ্ছে দলের সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছেন কনিষ্ঠতম সদস্য। আর বৈভবকে নিয়ে খুশি দলও, যা হওয়ারই কথা।