
কলকাতা: ১৮তম আইপিএলে সবচেয়ে চর্চিত এবং বিতর্কিত নাম দিগ্বেশ সিং রাঠি। পারফরম্যান্সে নজর কাড়ছেন ধারাবাহিকভাবে। তেমনই নানা অপ্রীতিকর কারণে শিরোনামে। নোটবুক সেলিব্রেশনের জন্য ইতিমধ্যেই দিগ্বেশকে জরিমানা করছে বোর্ড। শুধু ক্রিকেট প্রেমীদেরই নয়, তাঁর পারফরম্যান্সে মুগ্ধ লখনউ কোচ জাস্টিন ল্যাঙ্গারও। দলের আর এক তরুণ এক্সপ্রেস গতির পেসার মায়াঙ্ক যাদবকে নিয়েও দিলেন বড় আপডেট। কবে মাঠে ফিরছেন মায়াঙ্ক?
দিগ্বেশ সিং এ বারের আইপিএলের বেশ চর্চিত নাম। ইতিমধ্যেই এই টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে ৬ উইকেটের মালিক। দিল্লির এই বোলার নিজের সেলিব্রেশনের জন্য বিতর্কেও জড়িয়েছেন। তাঁর নোটবুক সেলিব্রেশন বিতর্কও সৃষ্টি করছে আইপিএলে। তার জন্য জরিমানাও হয়েছে। তবে তাঁর বোলিং দক্ষতা এবং প্রতিভায় মুগ্ধ ল্যাঙ্গার। মুম্বইয়ের বিরুদ্ধে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন। ম্যাচের পর লখনউ দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, “সেরা স্পিনারদের মতো সেও ভালো বোলিং উপহার দিতে ভালোবাসে।”
শুক্রবারের ম্যাচের সেরা হওয়ার পরে তরুণ প্রতিভাকে নিয়ে ল্যাঙ্গার আরও বলেছেন, “ও কিন্তু দিনে ১৬ ঘন্টা বল করতে পারে। খেলার প্রতি ভালোবাসা সবাইকে মুগ্ধ করবে। সম্ভবত হোটেলের বারান্দায়, ব্রেকফাস্টের সময়, স্নানের সময় যেখানে ইচ্ছা বল করতে পারে দিগ্বেশ। দিনের পর দিন প্র্যাক্টিস করার পর আজ এত বড় লিগে খেলার সুযোগ পেয়েছে।”
দলের আর এক তারকা বোলার মায়াঙ্ক যাদবের মাঠে ফেরা নিয়েও দিলেন বড় আপডেট। চোটের কারণে এই মরসুমে একটাও ম্যাচ খেলতে পারেনি। এই পেসার গত আইপিএলে তীব্র গতিতে বোলিং করে চমকে দিয়েছিলেন। মায়াঙ্কের চোট সর্ম্পকে ল্যাঙ্গার বলেছেন, “এনসিএতে নিজেকে নিংড়ে দিয়েছে। ওর প্র্যাক্টিসের অনেক ভিডিয়ো দেখেছি। দেখে যা মনে হয়েছে, ৯০ থেকে ৯৫ শতাংশ ফিট। গত বছর মায়াঙ্ক চমকে দিয়েছিল। আমার মনে হয় না এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে ওর মতো জোরে গতির বোলার আর আছে।” ল্যাঙ্গার এনসিএকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “এনসিএ খুব ভালো কাজ করছে। আমাদের প্লেয়ার আবেশ ও আকাশদীপকেও সম্পূর্ণ ফিট করে ফিরিয়ে দিয়েছে। মায়াঙ্কও আশাকরি খুব তাড়াতাড়ি ফিরবে।”