
চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এর মাঝেই সুখবর। শুধুমাত্র সুখবর বললে ভুল হবে। জীবনের সেরা অনুভূতিও বলা যায়। ক্রিকেট মাঠে একঝাঁক সাফল্য। ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছেন। বিশ্বজয়ের চেয়েও বড় অনুভূতি কী হতে পারে একজন ক্রিকেটারের কাছে? হতে পারে। সেটা ব্যক্তিগত জীবনে। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর তথা দেশের কিংবদন্তি পেসার জাহির খানের জীবনে এমনই সুন্দর মুহূর্ত। ৪৬ বছরে বাবা হলেন জাহির খান।
ওয়ান ডে ফরম্যাটে ভারত শেষ বার বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। ঘরের মাঠে সেই বিশ্বকাপ জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জাহির খান। ক্রিকেট কেরিয়ারে নানা মজার মুহূর্তও রয়েছে তাঁর জীবনে। একটা মুহূর্ত যেমন সকলের চোখের সামনে ভাসে। এক মহিলা ক্রিকেট ফ্যান প্ল্যাকার্ড হাতে গ্যালারিতে ছিলেন, টেলিভিশন ক্যামেরা তাঁকে ধরে। প্ল্যাকার্ডে লেখা ছিল, জাহির আই লাভ ইউ। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর এ বার টিমের সঙ্গে যোগ দেওয়ার পর তাঁকে এমনই প্ল্যাকার্ডে স্বাগত জানান এক মহিলা ফ্যান। ঠিক যেন ২০ বছর আগের সেই মুহূর্ত নতুন করে ফিরে আসে। জাহির অবশ্য মন দিয়েছিলেন বলিউড তারকা সাগরিকা ঘাটগেকে। তাঁদের কোল আলো করে এসেছে পুত্রসন্তান।
জাহির এবং সাগরিকা সদ্যোজাত সন্তানকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এই আনন্দের খবর দিয়েছেন। দীর্ঘ প্রেম। আট বছর আগে বিয়ে। পরিবারে নতুন সদস্যের আগমন। জাহির, সাগরিকা সন্তানের নামও জানিয়েছেন। ফতেহসিন খান। তাঁদের এই আনন্দের পোস্টে নানা কমেন্টই এসেছে। শুভেচ্ছা জানিয়েছেন জাহিরের সতীর্থ তথা দেশের প্রাক্তন ক্রিকেটাররা। তেমনই বর্তমান ক্রিকেটাররাও শুভেচ্ছাবার্তা দিয়েছেন। কমেন্ট করেছেন, সচিনকন্য়া সারা তেন্ডুলকরও।