LSG vs CSK Playing XI IPL 2025: লখনউয়ে আজ গুরু-শিষ্য? কোন তুরুপের তাস বের করবেন ধোনি!
LSG vs CSK Preview: বোর্ডে মাত্র ১০৩ রান তুলেছিল চেন্নাই। ৮ উইকেটে জিতে নেয় কেকেআর। টানা পাঁচ ম্যাচে হার। ঘরের মাঠে হারের হ্যাটট্রিক। সব মিলিয়ে চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংস। এর মাঝেই আজ লখনউয়ের মাঠে নামছেন ধোনিরা।

পাঁচ বারের চ্যাম্পিয়ন, টানা পাঁচ ম্যাচে হার। চেন্নাই সুপার কিংসের পরিস্থিতি এমনই। ঘুরে দাঁড়ানোর উপায়! সেই পথই খুঁজছে চেন্নাই সুপার কিংস। মরসুমের বাকি সময় থেকে ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। নেতৃত্বের ব্যাটন তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ধোনির নতুন শুরুটা একেবারেই সুখের হয়নি। বোর্ডে মাত্র ১০৩ রান তুলেছিল চেন্নাই। ৮ উইকেটে জিতে নেয় কেকেআর। টানা পাঁচ ম্যাচে হার। ঘরের মাঠে হারের হ্যাটট্রিক। সব মিলিয়ে চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংস। এর মাঝেই আজ লখনউয়ের মাঠে নামছেন ধোনিরা।
চলতি মরসুমে সাফল্যের দিক থেকে ঠিক উল্টো মেরুতে লখনউ সুপার জায়ান্ট। হোম অ্যাওয়ে হোম। জয়ের হ্যাটট্রিক করেছে লখনউ। তিনটি ম্যাচই খুব ক্লোজ ছিল, যে কোনও দিকেই যেতে পারত। শেষ অবধি জিতেছে লখনউই। গত ম্যাচে মিচেল মার্শকে পাওয়া যায়নি। কন্যা সন্তানের অসুস্থতার জন্য মার্শকে পাওয়া যায়নি, জানিয়েছিলেন ক্যাপ্টেন পন্থ। মার্শ না থাকায় ওপেন করেন ঋষভ। কিন্তু বড় ইনিংস আসেনি তাঁর ব্যাটে। মার্শের পরিবর্তে গত ম্যাচে নেওয়া হয়েছিল হিম্মত সিংকে। যদিও ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি। মার্শ ফিরলে জায়গা ছাড়তে হবে হিম্মতকেই।
লখনউ সুপার জায়ান্টস ব্যাটিংয়ে অবশ্য পজিটিভ দিক রয়েছে নিকোলাস পুরানের ধারাবাহিক পারফরম্যান্স। এইডেন মার্কব়্যাম শুরুর দিকে হতাশ করলেও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। চেন্নাই সুপার কিংস সব বিভাগেই আপাতত ছন্নছাড়া। বিশেষ করে অস্বস্তিতে রাখছে তাদের ফিল্ডিং। প্রচুর ক্যাচ মিস, গ্রাউন্ড ফিল্ডিংয়েও একই পরিস্থিতি। ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি এবং ঋষভ পন্থকে গুরু-শিষ্য বলা হয়ে থাকে। আইপিএলে আজ গুরু-শিষ্যর মস্তিষ্কের লড়াই, তেমনই ব্যাটিং পারফরম্যান্সেরও। কী হতে পারে কম্বিনেশন?
লখনউ সুপার জায়ান্টস সম্ভাব্য দ্বাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ/হিম্মত সিং, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দূল ঠাকুর, আকাশ দীপ, রবি বিষ্ণোই, আবেশ খান, দিগ্বেশ রাঠি
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য দ্বাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, অংশুল কম্বোজ, নুর আহমেদ, খলিল আহমেদ, মাতিসা পাথিরানা





