Digvesh Rathi Suspended: আর জরিমানা নয়, দিগ্বেশ রাঠিকে নির্বাসিত করল বোর্ড

IPL 2025, Lucknow Super Giants: আইপিএলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতেই বিদায় নিশ্চিত হয়ে যায়। বাকি দুই ম্যাচ স্রেফ মর্যাদা রক্ষার। সানরাইজার্স ম্যাচে ফের ঝামেলায় জড়ান দিগ্বেশ রাঠি।

Digvesh Rathi Suspended: আর জরিমানা নয়, দিগ্বেশ রাঠিকে নির্বাসিত করল বোর্ড
Image Credit source: BCCI

May 20, 2025 | 5:31 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতি মরসুমেই নতুন প্রতিভা উঠে আসেন। এ মরসুমে তেমনই একজন লখনউ সুপার জায়ান্টসের দিগ্বেশ রাঠি। লখনউ সুপার জায়ান্টসে মরসুমের শুরু থেকেই ভালো খেলছেন। তবে পারফরম্যান্সের চেয়ে সেলিব্রেশনের কারণে বেশি আলোচনায় দিগ্বেশ রাঠি। প্রায় প্রতিটা ম্যাচেই কোনও না কোনও বিতর্কে জড়িয়েছেন। স্পেশাল সেলিব্রেশনের জন্য একাধিক বার আর্থিক জরিমানাও করা হয়েছিল দিগ্বেশ রাঠিকে। তবে এ বার আর শুধু জরিমানা নয়, সঙ্গে নির্বাসনের শাস্তি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইপিএলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতেই বিদায় নিশ্চিত হয়ে যায়। বাকি দুই ম্যাচ স্রেফ মর্যাদা রক্ষার। সানরাইজার্স ম্যাচে ফের ঝামেলায় জড়ান দিগ্বেশ রাঠি। সানরাইজার্স ওপেনার অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটিং করছিলেন। সানরাইজার্স ইনিংসের অষ্টম ওভারে তাঁকে আউট করতেই সেই পরিচিত নোটবুক সেলিব্রেশন করেন দিগ্বেশ। এখানেই থেমে থাকেননি। অভিষেককে মাঠের বাইরের রাস্তা দেখান। দুই তরুণ প্লেয়ারের মধ্যে দীর্ঘ সময় কথা কাটাকাটি হয়। আম্পায়াররাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তেমনই দিগ্বেশকে থামান লখনউয়ের নতুন বিদেশি পেসার উইল ও’রুরকি।

ম্যাচ শেষে অবশ্য দেখা যায়, দিগ্বেশ ও অভিষেক দু-জনে খোলা মনে কথা বলছেন, মজা করছেন। তবে মাঠের ঘটনাকে হালকা নেওয়া হয়নি। ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে দিগ্বেশ রাঠিকে। এই ঘটনায় পাল্টা জবাব দিয়েছিলেন অভিষেক শর্মাও। তাঁকে অবশ্য ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করে ছেড়ে দিয়েছে বোর্ডে। দিগ্বেশের ক্ষেত্রে এমন ঘটনা একাধিকবার ঘটানোর কারণেই কড়া শাস্তি। নোটবুক সেলিব্রেশনের শুরুটা করেছিলেন পঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্যকে ফিরিয়ে। তারপরই দিগ্বেশকে প্রথম জরিমানা করা হয়েছিল বোর্ড। তাতেও অবশ্য এমন সেলিব্রেশন থেকে বিরত থাকেননি দিগ্বেশ। ইডেনে কেকেআর ম্যাচে দেখা গিয়েছিল ‘পিচবুক’ সেলিব্রেশনও।