IPL 2025: আইপিএলে বোলিং করেননি, DC-তে সুযোগ পেতেই অলরাউন্ড পারফরম্যান্স তরুণের

IPL 2025 Mega Auction, DC: আইপিএলের মেগা অকশনে তাঁর বেস প্রাইস ছিল মাত্র ৩০ লক্ষ টাকা। তাঁকে নিতে মরিয়া লড়াই করে দিল্লি ক্যাপিটালস। শেষ অবধি ৩.৮০ কোটিতে নিয়েওছে। দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেয়েই অলরাউন্ড পারফরম্যান্স আশুতোষের।

IPL 2025: আইপিএলে বোলিং করেননি, DC-তে সুযোগ পেতেই অলরাউন্ড পারফরম্যান্স তরুণের
Image Credit source: PTI FILE

Nov 27, 2024 | 5:45 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম আবিষ্কার। যদিও তাঁকে রিটেন করেনি পঞ্জাব কিংস। তরুণ এই ক্রিকেটার গত বারের আইপিএলে একের পর এক বিধ্বংসী ইনিংসে খেলেছিলেন। তিনি যে বোলিংও করতে পারেন, সেটা যেন অনেকে জানতেনই না। আইপিএলে তাঁকে বোলিংয়ে ব্যবহারও করেনি পঞ্জাব কিংস। সদ্য আইপিএলের মেগা অকশন হয়েছে। আনক্যাপড তরুণ আশুতোষ শর্মাকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। বেস প্রাইস ছিল মাত্র ৩০ লক্ষ টাকা। তাঁকে নিতে মরিয়া লড়াই করে দিল্লি ক্যাপিটালস। শেষ অবধি ৩.৮০ কোটিতে নিয়েওছে। দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেয়েই অলরাউন্ড পারফরম্যান্স আশুতোষের।

ভারতের ঘরোয়া ক্রিকেট সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে। মধ্যপ্রদেশের এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে রেলওয়েজের হয়ে খেলেন। সৈয়দ মুস্তাক আলিতে এ দিন ছত্তিশগড়ের বিরুদ্ধে নেমেছিল রেলওয়েজ। ব্যাট হাতে আশুতোষ বিধ্বংসী ইনিংস খেলবেন, অবাক হওয়ার মতো নয়। তবে বোলিংয়েও মাতালেন দিল্লি ক্যাপিটালসের নতুন প্লেয়ার।

ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে প্রবল সমস্যায় পড়ে রেলওয়েজ। মাত্র ৩৯ রানেই পাঁচ উইকেট হারায় রেলওয়েজ। এরপরই ক্যাপ্টেন উপেন্দ্র যাদবকে নিয়ে ঝড় তোলেন আশুতোষ। ৩৭ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস। ৫টি বাউন্ডারি এবং ৪টি ছয় মারেন আশুতোষ। টপ অর্ডার ব্যাটিং ব্যর্থতায় রেলওয়েজ মাত্র ১৬০ রানের টার্গেট দেয় ছত্তিশগড়কে। এক বল বাকি থাকতেই জয় ছত্তিশগড়ের। আশুতোষ শর্মা মাত্র ১.৫ ওভারে ২ উইকেট নেন।