IPL 2025: আইপিএল কি স্থগিত হতে চলেছে? জরুরি বৈঠকে বোর্ড…
Indian Premier League: নিরাপত্তার কারণে দেশের বেশ কিছু বিমানবন্দর বন্ধ। ফলে টিমগুলির ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্সের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। বেশ কিছু বিমানবন্দরের মধ্যে রয়েছে ধরমশালা এবং চন্ডীগড়ও। ধরমশালায় পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচটি ভেস্তে যায়। এরপরই নানা বিষয়ে আলোচনা চলছে।

পরিবর্তিত পরিস্থিতিতে আইপিএল কি স্থগিত হতে চলেছে? জল্পনা চলছে। ধরমশালায় ম্যাচ ভেস্তে যাওয়ার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের জরুরি বৈঠক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রচুর বিদেশি প্লেয়ার রয়েছেন। সাম্প্রতিক পরিস্থিতির জেরে তাঁদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। নিরাপত্তার কারণে দেশের বেশ কিছু বিমানবন্দর বন্ধ। ফলে টিমগুলির ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্সের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। বেশ কিছু বিমানবন্দরের মধ্যে রয়েছে ধরমশালা এবং চন্ডীগড়ও। ধরমশালায় পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচটি ভেস্তে যায়। এরপরই নানা বিষয়ে আলোচনা চলছে।
প্রথমত বিদেশি প্লেয়ারদের নিরাপত্তা সুনিশ্চিতের উপর জোর দেওয়া হচ্ছে। তাদের দ্রুত দেশে ফেরানো হতে পারে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে বোর্ডের জরুরি বৈঠকও। আপাতত যা খবর, দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস প্লেয়ার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ব্রডকাস্টারদের জন্য ধরমশালা থেকে প্রায় ১০০ কিমিরও বেশি দূরে উনা রেল স্টেশন থেকে একটি বিশেষ ট্রেনের ব্য়বস্থা করা হয়েছে। সেই ট্রেনেই ফেরানো হবে প্লেয়ার-আম্পায়ার, ব্রডকাস্টার ক্রু-দের। তবে তাদের কোথায় ফেরানো হচ্ছে, এ বিষয়ে খোলসা করা হয়নি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রতি ম্যাচেই মাঠে প্রচুর দর্শক উপস্থিত থাকেন। নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাটো রাখতে হয়ে। সমস্ত বিষয়টিই খতিয়ে দেখছে বোর্ড। মিটিংয়ের পর আজ রাতে কিংবা আগামী কাল এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সাময়িক ভাবে স্থগিত রাখা হতে পারে আইপিএল। তবে বোর্ডের তরফে পুরো বিষয়টি পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রাতে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা ক্ষীণ। আগামী কাল অর্থাৎ শুক্রবার এ বিষয়ে বোর্ডের তরফে।
