IPL 2025, LSG: ২১ কোটির প্লেয়ারের জন্য ৭০ রানের ‘পেনাল্টি’ লখনউ সুপার জায়ান্টসের!

Punjab Kings vs Lucknow Super Giants: লখনউ শিবিরে শক্তি বলতে টপ থ্রি। তারা ব্যর্থ হলে দলও হাল ছেড়ে দেয়। যদিও পঞ্জাব কিংস ম্যাচে ডুবিয়েছে ৭০ রানের 'পেনাল্টি'। ভাবছেন তো কী ভাবে সম্ভব? চলুন জেনে নেওয়া যাক।

IPL 2025, LSG: ২১ কোটির প্লেয়ারের জন্য ৭০ রানের পেনাল্টি লখনউ সুপার জায়ান্টসের!
Image Credit source: BCCI

May 06, 2025 | 12:00 AM

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লখনউ সুপার জায়ান্টসের। বিশেষ করে বলতে হয় ক্যাপ্টেন ঋষভ পন্থের কথা। তাঁর কাছে সবচেয়ে হতাশার মরসুম। ক্যাপ্টেন ভালো পারফর্ম করতে না পারলে টিমের উপরও প্রভাব পড়ে। এ বারের আইপিএলে মাত্র একটি হাফসেঞ্চুরি প্লাস ইনিংস এসেছে পন্থের ব্যাটে। কোনও ম্যাচে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নামছেন, আবার কখনও শট সিলেকশনে দলকে ডোবাচ্ছেন। লখনউ শিবিরে শক্তি বলতে টপ থ্রি। তারা ব্যর্থ হলে দলও হাল ছেড়ে দেয়। যদিও পঞ্জাব কিংস ম্যাচে ডুবিয়েছে ৭০ রানের ‘পেনাল্টি’। ভাবছেন তো কী ভাবে সম্ভব? চলুন জেনে নেওয়া যাক।

ধরমাশালায় পঞ্জাব কিংসের কাছে ৩৭ রানে হেরেছে লখনউ সুপার জায়ান্টস। লোয়ার অর্ডারে আয়ুষ বাদোনি মরিয়া চেষ্টা করেন। কিন্তু বোর্ডে টার্গেট যখন ২৩৭ রান হয়, এই ইনিংসও যথেষ্ট নয়। অথচ পঞ্জাব কিংস হয়তো এই স্কোর অবধি পৌঁছতেই পারত না। স্কোরটা ২০০-র মধ্যেও থাকতে পারত। এখানেই একটা বড় ভুল হয়েছে লখনউ সুপার জায়ান্টসের। ম্যাচে ফিল্ডিং সবসময়ই গুরুত্বপূর্ণ। রবিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণেই শেষ অবধি ১ রানে জিতেছিল কেকেআর। আর এই ফিল্ডিংয়েই ডুবেছে লখনউ।

লখনউ সুপার জায়ান্টস যে কজন প্লেয়ারকে রিটেন করেছিল, তার মধ্যে সবচেয়ে দামি নিকোলাস পুরান। ২১ কোটিতে তাঁকে রিটেন করেছিল লখনউ। এ মরসুমে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। নিকোলাস পুরান মূলত কিপার-ব্যাটার। তবে গ্রাউন্ড ফিল্ডিংও মন্দ নয়। কিন্তু পঞ্জাব কিংসের বিরুদ্ধে ওপেনার প্রভসিমরন সিংয়ের একটি সহজ ক্যাচ মিস করেন। সে সময় প্রভসিমরন সিং ২১ রানে ব্যাট করছিলেন। শেষ অবধি এই প্রভসিমরনই ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পুরান যদি তাঁর ক্যাচটা নিতে পারতেন, ৭০টা রান বাড়তি হত না। অন্তত তাঁর ব্যাট থেকে আসত না। হয়তো পঞ্জাব ব্যাটিংয়ে ভাঙনও দেখা যেত। কার্যত এই ৭০ রান যেন ‘পেনাল্টি’ হয়ে দাঁড়ায়।