IPL 2025 Flops: এ বারের আইপিএলের ফ্লপ-ফাইভ! কারা রয়েছেন তালিকায়?
Indian Premier League: ফ্লপ ফাইভে অর্থাৎ এই পাঁচের প্রথমেই রাখতে হয় ঋষভ পন্থকে। দেশের অন্যতম সেরা ক্রিকেটার। প্রচুর ম্যাচ উইনিং পারফরম্যান্স করেছেন। আইপিএলেও তাঁর পারফরম্যান্স ফেলে দেওয়ার মতো নয়। এবারের নিলামে তাঁকে ২৭ কোটিতে নিয়েছিল লখনউ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরম্যান্স যেন স্টক মার্কেটের মতো। অনেক সময় কম দামে কেনা প্লেয়ার দুর্দান্ত পারফর্ম করেন। উদাহরণ প্রচুর রয়েছে। তেমনই অনেক সময় চড়া দামে কেনা প্লেয়ার এমন হতাশাজনক পারফর্ম করেন, যে বলার আর ভাষা থাকে না। এবারের আইপিএলেও তার অন্যথা হয়নি। বেশ কিছু তরুণ ক্রিকেটার, যাঁরা হয়তো কোটিপতি হতে পারেননি, কিংবা নিলামে দলই পাননি, পরিবর্ত হিসেবে মাঝপথে সুযোগ পেয়েছেন, দুর্দান্ত পারফর্ম করছেন। কিন্তু নিলামে যাঁরা দামের দিক থেকে রেকর্ড গড়েছিলেন, কিংবা বেশ চড়া দামে নেওয়া হয়েছিল, তেমনই ফ্লপ ফাইভ বেছে নেওয়াই যায়।
ফ্লপ ফাইভে অর্থাৎ এই পাঁচের প্রথমেই রাখতে হয় ঋষভ পন্থকে। দেশের অন্যতম সেরা ক্রিকেটার। প্রচুর ম্যাচ উইনিং পারফরম্যান্স করেছেন। আইপিএলেও তাঁর পারফরম্যান্স ফেলে দেওয়ার মতো নয়। এবারের নিলামে তাঁকে ২৭ কোটিতে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু চূড়ান্ত হতাশ করেছেন। এখনও অবধি মাত্র একটি হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। তাঁর আউটের ধরনও প্রশ্ন তুলছে বারবার। ফ্লপ ফাইভের টপ-এ পন্থই।
এরপরই যাঁর কথা বলতে হয়, কলকাতা নাইট রাইডার্সের ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার। যদিও চোটের জন্য ঘরের মাঠে চেন্নাই ম্যাচে খেলানো হয়নি তাঁকে। রিটেন না করলেও অকশনে প্রায় ২৪ কোটিতে ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে ১১ ম্যাচে তাঁর অবদান মাত্র ১৪২ রান!
শুধু যে ভারতীয় ক্রিকেটারদেরই এমন পরিস্থিতি তা নয়, বিদেশিদের ক্ষেত্রেও রয়েছে। তরুণ কিউয়ি ক্রিকেটার রাচিন রবীন্দ্রর কথাই ধরা যাক। ভারতে গত ওয়ান ডে বিশ্বকাপ এবং আইপিএলের আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। চেন্নাই সুপার কিংস তাঁকে ৪ কোটিতে নিয়েছিল। যদিও এই ব্যাটিং-অলরাউন্ডার ৮ ম্যাচে করেছেন মাত্র ১৯১ রান। হাফসেঞ্চুরিও একটি।
তালিকায় রাখা যায়, ভারতেরই আর এক কিপার-ব্য়াটারকে। দেশের জার্সিতে জায়গা অনিশ্চিত। বোর্ডের নজরে অবাধ্য। মুম্বই ইন্ডিয়ান্সও তাঁকে রিটেন করেনি। নিলামে অলআউট ঝাঁপিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। শেষ অবধি ১১ কোটিরও বেশি দিয়ে ঈশান কিষাণকে নেয় সানরাইজার্স। নতুন জার্সিতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি। এরপর থেকে একের পর এক ফ্লপ ইনিংস। ১১ ম্যাচে তাঁর অবদান ১৯৬ রান।
ইংল্য়ান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের কথাও বলতে হয়। আইপিএলের ইতিহাসে অন্যতম হাইপ তোলা প্লেয়ার। তাঁকে দলে নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ভুগতে হয়। এবার আরসিবির ক্ষেত্রেও তাই হয়েছিল। সাত ম্যাচের পরই তাঁকে বসানো হয়। সাত ম্যাচে করেছিলেন ৮৭ রান। ঝুলিতে দুটি মাত্র উইকেট। তালিকা অবশ্য চাইলে আরও বড় করাই যায়, কিন্তু পাঁচই না হয় থাক!
